Advertisement
Advertisement

Breaking News

Exit Poll Tripura Nagaland Meghalaya

EXIT POLL: ত্রিপুরা-নাগাল্যান্ডে গেরুয়া ঝড়ে ক্ষমতায় ফেরার পথে BJP! মেঘালয়ে কার পাল্লা ভারী?

প্রথমবার লড়তে নেমেই মেঘালয়ে ১৩টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস।

BJP to sweep polls in Tripura and Nagaland, likely hung assembly in Meghalaya | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 27, 2023 8:27 pm
  • Updated:February 27, 2023 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা (Tripura) ও নাগাল্যান্ডে (Nagaland) আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। সোমবারের বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই গেরুয়া ঝড়ের আভাস মিলেছে। মেঘালয়েও (Meghalaya) সবেচেয়ে বেশি আসন জিতবে শাসক দল এনপিপি, এমনটাই বলছে সমীক্ষা। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে মেঘালয়ে। প্রথমবার লড়তে নেমেই সেরাজ্যে খাতা খুলতে পারে তৃণমূলও (TMC)।

এক দফা নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছিল ত্রিপুরায়। বুথ ফেরত সমীক্ষা বলছে, ঝড় তুলে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি (BJP)। এনডিটিভির সমীক্ষা বলছে এককভাবেই ত্রিপুরার ৩৫টি আসন জিতবে গেরুয়া শিবির। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষাতেও ৪০ আসন রয়েছে বিজেপি জোটের পক্ষে। ত্রিপুরার ৩১টি আসন জিতবে এনডিএ জোট, বলছে ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষা। জোট বেঁধে লড়লেও ত্রিপুরায় ক্ষমতা দখল করতে পারবে না বাম-কংগ্রেস। বেশ কয়েকটি আসন জিতলেও সংখ্যা গরিষ্ঠতা পাবে না তিপ্রা মথা।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশে আগুন জ্বলতে দিতে পারি না’, শহরের নামবদল মামলা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দলই, এমনটাই বলছে জি নিউজের সমীক্ষা। শাসক দল এনপিপির দখলে যেতে পারে ২৪টি আসন। টাইমস নাও সমীক্ষা অনুযায়ী, ২২টি আসন যেতে পারে শাসক দলের ঝুলিতে। প্রথমবার মেঘালয়ে নির্বাচনী লড়াইয়ে নেমে ১৩টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি জি নিউজের সমীক্ষায়। ৫৩টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। প্রায় ২৩ শতাংশ বাড়তে পারে এনপিপির ভোট, এমনটাই দাবি মাই অ্যাক্সিসের সমীক্ষায়। একজন প্রার্থীর মৃত্যুর জন্য একটি আসনে ভোট হয়নি মেঘালয়ে। 

নাগাল্যান্ডেও ফের ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ জোট। ভোটের আগেই একটি আসনে জিতেছিল বিজেপি। টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, বিজেপি ও এনডিপিপি জোটের দখলে যাবে ৪৪টি আসন। মোট ৩৯টি আসন জিতবে এনডিএ জোট, এমনটাই দাবি জি নিউজের সমীক্ষায়। ৪৩টি আসন জিতে ক্ষমতা দখল করবে এনডিএ জোট, সেরকমই ইঙ্গিত দিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা।

[আরও পড়ুন: ‘ভারতে রান না পেলে সমালোচনা সহ্য করতেই হবে’, রাহুলকে পরামর্শ সৌরভের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement