সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে ফের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মোদির আর্জি, “এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে (Har Ghar Tiranga Campaign) গণ আন্দোলনে পরিণত করুন। আমি নিজের ডিপি বদলাচ্ছি, আপনারাও বদলান।”
প্রধানমন্ত্রী নিজের সব সোশাল মিডিয়া হ্যান্ডেলেই ‘প্রোফাইল পিকচার’ বা ‘ডিসপ্লে পিকচার’ বদলে ফেলেছেন। প্রধানমন্ত্রীর নিজের ছবির বদলে সেখানে শোভা পাচ্ছে তেরঙ্গা। তার আগেই অবশ্য এক্স হ্যান্ডেলে হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আরজি, আপনারাও সোশাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার বদলান। সেলফি নিয়ে https://harghartiranga.com -এ আপলোড করারও আরজি জানান মোদি।
As this year’s Independence Day approaches, let’s again make #HarGharTiranga a memorable mass movement. I am changing my profile picture and I urge you all to join me in celebrating our Tricolour by doing the same. And yes, do share your selfies on https://t.co/0CtV8SCePz
— Narendra Modi (@narendramodi) August 9, 2024
অন্যান্য বছর ১৫ আগস্টের ২-৩ আগে থেকে জাতীয় পতাকার ডিপি বদলানো শুরু হয়। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার হিড়িকও পড়ে যায়। এবার সাতদিন আগেই মোদির এই প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল। বিজেপির অন্যান্য নেতাও এক্স এবং ফেসবুক ছবি পালটাতে শুরু করে দিয়েছেন।
এর আগেও অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একাধিকবার ‘এই হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি করেছে। তাতে সমালোচনাও এসেছে। বিরোধীরা একাধিকবার দাবি করেছেন, এই হর ঘর তেরঙ্গাও বিজেপির ‘জাতীয়তাবাদী’ এজেন্ডার প্রচার। এমনকী বহু জায়গায় আম নাগরিকদের বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.