Advertisement
Advertisement
Rahul Gandhi

সংসদে হাতাহাতি কাণ্ডে এবার রাহুলের বিরুদ্ধে FIR! দুই জখম সাংসদের সঙ্গে কথা মোদির

রাহুল গান্ধীর দাবি, বিজেপি সাংসদরাই তাঁকে ধাক্কা দিয়েছেন।

BJP to file police case against Rahul Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2024 2:01 pm
  • Updated:December 19, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ধাক্কাতেই আহত হয়েছেন দলের দুই সাংসদ। এই অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। অনুরাগ ঠাকুর-সহ ৩ বিজেপি সাংসদ সংসদ মার্গ থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপির দুই আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদি।

বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। তাতে ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদই জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। সারেঙ্গীর মাথা ফেটে রক্ত ঝরে। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি।

Advertisement

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলছেন, “রাহুল গান্ধীর ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর জখম হয়েছেন। কোনও সাংসদ কীভাবে সংসদ চত্বরে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে। আপনি কি কুংফু-ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্যই শিখেছেন?” বিজেপি সূত্রের খবর, আহত দুই সাংসদই হাসপাতালে ভর্তি। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কংগ্রেস অন্য কথা বলছে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। লাঠিসেটা হাতে করে সংসদে এসেছিলেন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, কটূক্তি করা হয়। রাহুল গান্ধীর নিজের দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement