Advertisement
Advertisement

প্রয়োজন নেই শিব সেনার, মহারাষ্ট্র বিধানসভায় একক লড়াইয়ের পথে বিজেপি!

এবার কি সত্যিই উদ্ধবের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে গেরুয়া শিবির? তুঙ্গে জল্পনা৷

BJP to dump Shiv Sena in Maharashtra polls? say sources
Published by: Tanujit Das
  • Posted:August 28, 2019 4:51 pm
  • Updated:August 28, 2019 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার কি সেটাই সত্যি হতে চলেছে? অন্তত তেমন প্রশ্নই বর্তমানে ঘুরপাক খাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে৷ কারণ সূত্র মারফৎ জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে সম্ভবত দীর্ঘদিনের জোটসঙ্গী শিব সেনার সঙ্গে জোট ভাঙতে চলেছে বিজেপি৷ রাজ্যের ২৮৮ আসনে একাই লড়তে চলেছে গেরুয়া শিবির৷ এমনকী, সেই লড়াইয়ের ব্ল-প্রিন্টও নাকি ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন দেবেন্দ্র ফড়ণবিসরা৷

[ আরও পড়ুন: প্রয়াত ভারতের প্রথম মহিলা ডিজিপি, এঁর সম্পর্কে এই তথ্যগুলি জানেন? ]

Advertisement

সূত্রের খবর, বিধানসভায় একক ক্ষমতায় লড়াইয়ের জন্য নাকি ২৮৮টি আসনের জন্য প্রার্থী খোঁজার প্রস্তুতি শুরু করেছে পদ্ম শিবির৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের একটি বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে আরও জল্পনা দানা বেঁধেছে৷ ধন্দ বাড়িয়ে সোমবার তিনি জানান, এবারের আসন বণ্টন প্রক্রিয়ায় বিজেপির থেকে সামান্য কিছু আসন কম পেতে পারে শিব সেনা৷ তিনি বলেন, ‘‘বিজেপি ও শিব সেনার যথাক্রমে ১২২ ও ৬৩ জন প্রতিনিধি রয়েছে৷ ফলে এখানে কোনও বিতর্ক নেই৷ মিত্রপক্ষকে দেওয়ার পর যে আসনগুলি থাকবে, তা আমরা নিজেদের মধ্যে বণ্টন করব৷ সেক্ষেত্রে বাকি আসনগুলি সমান ভাগেই ভাগ হবে, নাকি তা হবে না, এই বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ কিন্তু আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব৷’’

[ আরও পড়ুন: ‘রামসেতু প্রাচীন ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন’, দাবি কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের ]

যদিও শিব সেনার সঙ্গে জোট ভাঙার বিষয়ে মুখ খোলেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ কিন্তু এখানেই তৈরি হয়েছে নয়া প্রশ্ন৷ লোকসভা নির্বাচনের আগে শিব সেনা নেতৃত্বের অবস্থানকে মাথায় রেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা, কম আসন পেলে আদৌ কি বিজেপির সঙ্গে জোটে লড়তে রাজি হবেন শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে? কারণ, গত ফেব্রুয়ারি মাসে লোকসভা নির্বাচনের আগে করা একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি ও শিব সেনা, উভয় নেতৃত্বই সাফ জানিয়েছিল যে, আসন্ন নির্বাচনগুলিতে দু’দল সমসংখ্যক আসনে লড়বে৷ তবে তারপর চিত্রনাট্যে অনেক পরিবর্তন এসেছে৷ এখনও পদ্ম শিবিরের সেই একই অবস্থান রয়েছে কিনা, তা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement