সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ-র (NDA) আসন রফায় নজিরবিহীন কাণ্ড বিহারে (Bihar)। এই প্রথম আঞ্চলিক দল জেডিইউকে (JDU) পিছনে ফেলে ১৭ লোকসভা আসনে লড়বে বিজেপি (BJP)। নীতীশ কুমারের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে। অন্য দিকে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ৫টি আসনে প্রার্থী দেবে। এছাড়াও জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএম লড়বে করে একটি করে আসনে।
সত্রের খবর, বিজেপি প্রার্থী দিচ্ছে পশ্চিম ও পূর্ব চম্পারন, ঔরঙ্গাবাদ, মধুবনী, আরারিয়া, মুজফ্ফরপুর, মহারাজগঞ্জ, সারান, উজিয়ারপুর, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আররাহ, বুক্সার এবং সাসারামে। অন্যদিকে জেডিইউ লড়বে বাল্মীকি নগর, সিথামারি, ঝঞ্ঝরপুর, সুপাল, কিসানগঞ্জ, কাটিহার, পুর্নিয়া, মেধাপুরা, গোপালগঞ্জ, সিবান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জাহানাবাদ এবং সেওহারে। আসন রফার খবর জানিয়ে জেডিইউ সাধারণ সম্পাদক সঞ্জয় ঝা বলেন, ‘খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন ভাগভাগি চূড়ান্ত করেছেন। গোটা প্রক্রিয়া হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে।’ আত্মবিশ্বাসী সঞ্জয় আরও বলেন, ‘আমার ধারণা এবার একমুখী নির্বাচন হবে।’ বিরোধীরা কল্কে পাবে না বলেই দাবি তাঁর। এদিকে চিরাগ পাসওয়ান ৫ আসনে লড়ার সুযোগ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে।
#WATCH | Delhi: On NDA seat sharing in Bihar and LJP to contest 5 seats, party’s national president Chirag Paswan says, “I would like to thank PM Modi for the way he kept the respect of our party. Thanks to all the friends in the NDA, the easiness with which the seat-sharing has… pic.twitter.com/nQ3KjDb2Ox
— ANI (@ANI) March 18, 2024
এদিকে বিহারে আঞ্চলিক দলকে পিছনে ফেলে লোকসভায় ১৭ প্রার্থী দিয়ে গেরুয়া শিবির যে খুশ, তা বলা বাহুল্য। এই ঘটনায় অবশ্য বিরোধী দলগুলি কটাক্ষ করছে এনডিএ জোটকে। নীতীশ কুমারকে গেরুয়া শিবিরের ‘মাৎস্যন্যায়’ চরিত্রের কথা মনে করিয়ে দিয়েছে বিরোধীরা। অসমে অগপ হোক কিংবা মহারাষ্ট্রে শিণ্ডে সেনা, দক্ষিণের রাজ্যে এআইডিএমকে, সবখানে আঞ্চলিক জোটসঙ্গীকে কোণঠাসা করে চালকের আসনে বসে বিজেপি। বিহারেও তাই দেখা গেল। আঞ্চলিক দলগুলির জন্য আশঙ্কার কথা হল, তারা ভবিষ্যতে অস্তিত্বহীন না হয়ে পড়ে! উল্লেখ্য, ৪০ আসনের বিহার ভোট হবে ৭ দফায়। ১৯ এবং ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন। ফল জানা যাবে ৪ মে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.