Advertisement
Advertisement

Breaking News

BJP

বাড়াতে হবে সদস্য সংখ্যা, দেশজুড়ে দুই পর্যায়ে ‘সদস্যতা অভিযান’ বিজেপির

কীভাবে যোগ দেওয়া যাবে বিজেপিতে? রয়েছে চারটি উপায়।

BJP to conduct Sadasyata Abhiyaan to increase party members

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2024 11:36 pm
  • Updated:August 27, 2024 11:36 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: দলের সদস্য সংখ্যা বাড়াতে দেশজুড়ে ফের অভিযান শুরু করছে বিজেপি। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে গেরুয়া শিবিরের সদস্যতা অভিযান। দিল্লিতে এই অভিযানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। জানা গিয়েছে, এবার নমো অ্যাপ ব্যবহার করে বা কিউ আর কোড স্ক্যান করে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন আমজনতা। মিসড কল বা আবেদনপত্রের মাধ্যমে বিজেপিতে যোগ দেওয়ার রাস্তাও খোলা থাকছে বিজেপি সমর্থকদের কাছে।

দলীয় সূত্রে খবর, বিজেপির সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে ইতিমধ্যেই জাতীয় স্তরে একটি ওয়ার্কশপ করেছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। সেখানে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কীভাবে দলের সদস্য় সংখ্যা বাড়ানো যায়, আরও মানুষকে বিজেপির সদস্যপদ নিতে আগ্রহী করা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে ওই ওয়ার্কশপে।

Advertisement

[আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২ সাংসদ, রাজ্যসভায় ‘ম্যাজিক ফিগার’ ছুঁল NDA

জানা গিয়েছে, গোটা অভিযানের দেখভাল করার জন্য বিনোদ তাওড়ের নেতৃত্বে একটি জাতীয় পর্যায়ের দল গঠন করেছে বিজেপি। এছাড়াও আগামী দিনে রাজ্য, জেলা, মণ্ডল পর্যায়ে তৈরি হবে এমন দল। বিশেষ নজর থাকবে সোশাল মিডিয়া এবং আইটি কোঅর্ডিনেশনের উপরে। দুটি পর্যায়ে সদস্যতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে বিজেপি। ২ থেকে ২৫ সেপ্টেম্বর প্রথম পর্যায়। তার পর ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়। দুই পর্যায়ের প্রথম ১৫ দিন বাড়ি বাড়ি ঘুরে দলের হয়ে প্রচার করবেন বিজেপির কর্মীরা।

কীভাবে যোগ দেওয়া যাবে বিজেপিতে? জানা গিয়েছে প্রাথমিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার চারটি উপায় রয়েছে। ৮৮০০০০২০২৪ এই নম্বরে মিস কল দিলেই বিজেপির সদস্য হতে পারবেন সমর্থকরা। এছাড়াও রয়েছে নমো অ্যাপ। কিউ আর কোড স্ক্যান করেও সহজেই বিজেপিতে যোগ দেওয়া যাবে। যেসমস্ত অঞ্চলে মোবাইল বা নেটওয়ার্কের সমস্যা, সেখানে আবেদন পত্র জমা দিলেই বিজেপির সদস্য হওয়া যাবে বলে দলীয় সূত্রে খবর।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভারত-বিরোধী পোস্টে ‘লাইক’, বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরাল NIT

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement