Advertisement
Advertisement
2022 Gujarat assembly polls

ভোটে জিততে টাকার খেলা! মোদির গুজরাটেই ২০০ কোটির বেশি খরচ বিজেপির

গুজরাটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি।

BJP spent over Rs 209 crore in 2022 Gujarat assembly polls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 18, 2023 11:09 am
  • Updated:August 18, 2023 11:09 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভোটে জিততে কোটি কোটি টাকা খরচ। তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্য গুজরাটে। নির্বাচন কমিশনে বিজেপির নিজের দেওয়া তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য।

নির্বাচন কমিশনে (Election Commission) বিজেপি যে সরকারি হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ীই প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে ভোটে জিততে ২০৯ কোটি টাকা খরচ করেছে গেরুয়া শিবির। এর মধ্যে দলের প্রার্থীদের সরসরি ৪১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ১৫ কোটি টাকা ব্যবহার করা হয়েছে প্রার্থী এবং তারকা প্রচারকদের যাতায়াত ও হেলিকপ্টারের খরচ বাবদ। বাকি ১৬০ কোটি টাকা খরচ হয়েছে দলের প্রচারের জন্য।

Advertisement

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচন: মনোনয়নেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধর প্রাক্তন সহ-সভাপতিকে]

গুজরাট বিধানসভা নির্বাচনে জিততে কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP)। ভোটের ফলপ্রকাশের আগেই অভিযোগ করেছিল বিরোধীরা। এখন তাঁরা বলছে, বিজেপি যে টাকার জোরেই গুজরাটে ব্যাপক সাফল্য পেয়েছে সেটা প্রমাণিত। তাছাড়া এই ২০৯ কোটি টাকার যে হিসাব দেওয়া হয়েছে, সেটা সরকারি হিসাব। বিরোধীদের অভিযোগ, হিসাব বহির্ভূত খরচ এর চেয়ে অনেক বেশি। তাছাড়া অনেক প্রার্থী ব্যক্তিগতভাবেও কোটি কোটি খরচ করেছেন।

[আরও পড়ুন: দ্বিতীয় বর্ষের ছাত্রকে ইউনিয়ন রুমে ডেকে মারধর! অশোকনগর কলেজে র‌্যাগিংয়ের ঘটনায় চাঞ্চল্য]

উল্লেখ্য, ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কার্যত ধারেকাছে ছিল না আপ এবং কংগ্রেস (Congress)। বিজেপি যেখানে ১৫৬টি আসন জিতেছে, সেখানে কংগ্রেস মাত্র ১৭টি আসনে জিতেছে। আম আদমি পার্টি জিতেছে ৫টি আসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement