Advertisement
Advertisement
Loksabha Election

লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা  

প্রতিটি লোকসভা আসনের জন্য গড়ে ১০০ কোটি টাকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি৷

BJP spent nearly Rs 27000 crores in 2019 Lok Sabha election
Published by: Monishankar Choudhury
  • Posted:June 4, 2019 12:49 pm
  • Updated:June 4, 2019 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের লড়াইয়ে ধনতন্ত্রের জয়জয়কার৷ ‘ভোট করাতে’ নির্বাচনী মরশুমে উড়েছে দেদার টাকা৷ কে কত ‘লিড’ দিতে পেরেছেন? সেজন্য কত খরচ হয়েছে? কোথায় ‘মার গেল’ টাকা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক দলগুলির হিসেবরক্ষকরা৷ ভোটে টাকার খেল জলভাত হলেও এবারে তা পৌঁছেছে নয়া উচ্চতায়৷ এক সমীক্ষায় জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ২৭ হাজার কোটি টাকা৷

[আরও পড়ুন: বুয়া-ভাতিজার মহাজোটে ইতি, একলা চলার ডাক মায়াবতীর]

Advertisement

সোমবার, লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের উপর চালানো একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিস’ বা সিএমএস৷ ওই সমীক্ষার মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচন এপর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল৷ এবারে রাজনৈতিক দলগুলি খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা৷ বেনজিরভাবে মোট খরচের প্রায় ৪৫ শতাংশ বিজেপির খাতায়৷ সদ্য সমাপ্ত নির্বাচনে গেরুয়া শিবির একাই খরচ করেছে প্রায় ২৭ হাজার কোটি টাকা৷ ১৯৯৮ সালে বিজেপি খরচ করেছিল প্রায় ৯ হাজার টাকা৷ যা সেবারে মোট ব্যয়ের ২০ শতাংশ ছিল৷ সেই জায়গা থেকে ২০১৯-এ বিজেপির খরচ বেড়েছে অপ্রত্যাশিতভাবে৷ পালটা, ১৯৯৮ সালে মোট ব্যয়ের ৪০ শতাংশ ছিল কংগ্রেসের খাতায়৷ যা এবারে কমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ শতাংশে৷ অর্থাৎ ক্ষমতা হারানোর পর আর্থিক দিক থেকেই যথেষ্ট দুর্বল হয়ে পরেছে শতাব্দী প্রাচীন দলটি৷

এছাড়াও, সিএমএস-এর সমীক্ষায় জানা গিয়েছে, প্রতিটি লোকসভা আসনের জন্য গড়ে ১০০ কোটি টকা খরচ করেছে রাজনৈতিক দলগুলি৷ অর্থাৎ ভোটার পিছু গড়ে ৭০০ টাকা করে ব্যয়৷ সংস্থাটির চেয়ারম্যান এন ভাস্কর রাও বলেন, “রাজনৈতিক দলগুলির এই বিপুল অর্থ ব্যয় ভীতিজনক৷ বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত৷ ভুল শুধরে আমাদের উচিত গণতন্ত্রকে আরও মজবুত করা৷” সরাসরি না বললেও এই টাকার উৎস যে সন্দেহজনক তা আকারে ইঙ্গিতে এদিন সাফ বুঝিয়ে দিয়েছেন ভাস্কর রাও৷ রাজনৈতিক দলগুলিও একে অপরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছে৷ সব মিলিয়ে সিএমএস-এর সমীক্ষায় গণতন্ত্রের একটি কালো দিক স্পষ্ট হয়ে উঠেছে৷             

[আরও পড়ুন: যুবতীকে গণধর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দুষ্কৃতীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement