Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi ED

রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কার হাওয়ালা কেলেঙ্কারিতে জড়িয়ে কলকাতার নামও, অভিযোগে সরব BJP

'গান্ধী পরিবারের ২ হাজার কোটির সম্পত্তি বাঁচাতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস', দাবি বিজেপির।

BJP slams Sonia Rahul Priyanka Gandhi in Hawala Case | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 13, 2022 5:54 pm
  • Updated:June 13, 2022 5:54 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) যে সময় রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) জেরা করছে সেই সময়েই রাহুল ও পুরো গান্ধী পরিবারের দিকে হাওয়ালা যোগের অভিযোগ তুলল বিজেপি। গান্ধী পরিবারের হাওয়ালা যোগসূত্র কলকাতার একটি সংস্থা বলেই দাবিও করেছে তারা।

সোমবার দুপুরে দিল্লিতে বিজেপির সদরদপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কলকাতার হাওয়ালা সংস্থাটির সঙ্গে এমন সমস্ত কোম্পানির যোগাযোগ রয়েছে যাদের মালিকানায় রয়েছে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কার নাম। বিজেপির তরফ থেকে গান্ধী পরিবারের দিকে সরাসরি হাওয়ালা যোগের অভিযোগ তোলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement

[আরও পড়ুন: প্রাইমারি TET দুর্নীতির তদন্তেও সিবিআই, চাকরি খোয়ালেন ২৬৯ জন]

বিজেপি নেত্রী স্মৃতি এখানেই অবশ্য থেকে থাকেননি, রাহুলকে (Rahul Gandhi) ইডির জেরার প্রতিবাদে কংগ্রেসের কর্মসূচির সমালোচনায় মুখর হয়েছেন তিনি। কংগ্রেসের এই কর্মসূচি তদন্তকারী সংস্থার উপর চাপ দেওয়ার রণকৌশল বলেও মন্তব্য করেছেন স্মৃতি। এপ্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতির সমর্থনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল গান্ধী পরিবারের ২ হাজার কোটি টাকার সম্পদ বাঁচানো। তদন্ত সংস্থাকে চাপ দেওয়ার জন্য কংগ্রেসশাসিত রাজ্যগুলির বর্ষীয়ান নেতাদের বিশেষভাবে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ধরনের চাপ গণতন্ত্র এবং সংবিধানের প্রতি কতটা সম্মানজনক, এর উত্তর গান্ধী পরিবারের দেওয়া উচিত।”

রাহুল গান্ধীকে নিশানা করতে বরাবরই বিজেপির (BJP) তরফ থেকে মাঠে নামেন স্মৃতিই। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ওয়াকিবহাল মহল বলছে, ইরানির কাছেই যে আমেঠিতে রাহুল পরাস্ত হয়েছিলেন সেই স্মৃতি তাজা রাখার রণকৌশল। কংগ্রেসের কর্মসূচির কারণে দিল্লি অবরুদ্ধ হয়েছে এবং তাতে সাধারণ মানুষের হয়রানি বেড়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন: ইসলাম বিরোধী মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ, প্রবাসীদের দেশে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের]

এপ্রসঙ্গে স্মৃতি আরও বলেন,”দুর্নীতির ইস্যুতে রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। একটি তদন্তকারী সংস্থাকে প্রকাশ্যে চাপ দেওয়ার জন্য কংগ্রেসের এই কৌশলকে আপনি কী নাম দেবেন? কেউই আইনের ঊর্ধ্বে নয় এমনকী, রাহুল গান্ধীও নয়।” কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, “যারা জামিনে বেরিয়েছে তারা নিজেরাই ঘোষণা করেছে যে দিল্লি ঘেরাও করুন, কারণ আমাদের দুর্নীতি ধরা পড়েছে। রাহুল গান্ধীর আহ্বানে কংগ্রেস নেতা ও কর্মীরা আজ যে অচলাবস্থা তৈরি করছে। আমি দেশকে বলতে চাই যে এটি গণতন্ত্র বাঁচানোর চেষ্টা নয়। এটা রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের দুই হাজার কোটি টাকার সম্পদ বাঁচানোর চেষ্টা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement