সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেপালের ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজনীতি। সম্মুখসমরে কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। ওই ভিডিওয় দেখা গিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) একটি নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে রয়েছেন রাহুল। রঙিন আলোয় ভেসে ওঠে কংগ্রেস নেতার মুখ। এই ভিডিও নিয়েই কংগ্রেসকে বিঁধতে আসরে নামল বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malaviya) খোঁচা দিলেন, মুম্বই যখন অবরুদ্ধ তখন রাহুল গাঁধী নাইট ক্লাবে। যদিও কংগ্রেস এর মধ্যে অন্যায় কিছু দেখছে না। রণদীপ সুরজেওয়ালার (Randeep Surjewala) মন্তব্য, নেতা কাঠমান্ডুতে বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। ব্যক্তিগত সফর ছিল। এর মধ্যে অন্যায় কোথায়?
রাহুল গান্ধীর ভিডিওটি বিজেপি নেতা অমিত মালব্য টুইট করার পরেই বিতর্ক শুরু হয়। ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ, তখন রাহুল গাঁধী একটি নাইট ক্লাবে। যখন তাঁর দলে একের পর বিস্ফোরক ঘটনা ঘটছে তখন তিনি নাইট ক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিকতা বজায় রাখলেন।” অমিত মালব্যের এই কটাক্ষের জবাব দিয়েছেন রণদীপ সুরজেওয়ালা।
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate… pic.twitter.com/dW9t07YkzC
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
সুরজেওয়ালা বলেন, “বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডুতে রয়েছেন রাহুল গান্ধী। তিনি সেখানে ব্যক্তিগত সফরে রয়েছেন।” বিজেপিকে কটাক্ষ করে সুরজেওয়ালা বলেন, “কেন ওরা (বিজেপি) বিদ্যুৎ সংকট, মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে না, রাহুল গান্ধীর সমালোচনার জন্য ওদের হাতে প্রচুর সময় রয়েছে।” এই সূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) চরম কটাক্ষ করেন কংগ্রেস নেতা। বলেন, “রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো অনাহূত অতিথি হয়ে যাননি। তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নেপালে গিয়েছেন।”
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate… pic.twitter.com/dW9t07YkzC
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
কাঠমান্ডুর মতো ভিডিও বিতর্কে কংগ্রেসের নেতার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)। মহুয়া টুইট করেন, এটা রাহুলের ব্যক্তিগত বিষয়। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের বিদেশ সফরে জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে গিয়েছেন। গতকাল যা নিয়ে কটাক্ষ করেছিল কংগ্রেস। দলের তরফে টুইট করা হয়, “দেশে যখন সংকটজনক পরিস্থিতি চলছে, সাহেব তখন বিদেশ ভ্রমণে।” রাহুলের ভিডিও সূত্রে এদিন পালটা দিল বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.