সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে নয়া অস্বস্তিতে কংগ্রেস। দলের অভ্যন্তরেই উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের এক মহিলা কর্মী দলেরই এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন। সেলের শীর্ষস্তরের নেতা চিরাগ পটনায়েকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগই এখন অস্ত্র বিজেপির। বিজেপি মুখপাত্র মীনাক্ষী লেখি এদিন বলেন, “কংগ্রেসের ভিতরেই মেয়েরা নিরাপদ নয়।” শুধু চিরাগ পটনায়েক নয়, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সভাপতি ফিরোজ খানের বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। অথচ, নেতাদের চাপে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারছে না। এ প্রসঙ্গে রাহুল গান্ধীর নীরবতাকেও কাঠগড়ায় তুলছে বিজেপি ।
মীনাক্ষী লেখি এদিন আরও বলেন, শুধু মহিলা কর্মীরা নন, দলের নেত্রী স্থানীয়রাও নিরাপদ নয় কংগ্রেসে। এমনকী রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও হেনস্তা করা হয়েছে। কাঠুয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস দিল্লিতে যে মোমবাতি মিছিল করেছিল, সেই মিছিলে প্রিয়াঙ্কাকে দলীয় কর্মীরা হেনস্তা করেছে বলেও দাবি করেন বিজেপি মুখপাত্র। যদিও, পালটা আসছে কংগ্রেসের তরফেও। কংগ্রেসের দাবি, বিজেপি মুখপাত্রের আনা সব অভিযোগই ভিত্তিহীন। ফিরোজ খানের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে প্রশাসন শাস্তি দিয়ে দেখাক। এ প্রসঙ্গে কংগ্রেস নেতারা প্রশ্ন তুলছেন, প্রশাসন তো এখন বিজেপি সরকার চালাচ্ছে তাহলে সত্যিই যদি কোনও ঘটনা ঘটে থাকে অভিযুক্তদের শাস্তি হচ্ছে না কেন?
উল্লেখ্য, দিনকয়েক আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল মেয়েদের সুরক্ষায় পৃথিবীর নিকৃষ্টতম দেশ ভারত। রাজধানী দিল্লিকে ধর্ষণের রাজধানী হিসেবেও চিহ্নিত করা হয়েছিল ওই রিপোর্টে। এই রিপোর্ট তুলে ধরে বিজেপি সরকারকে তুলোধনা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তারও পালটা দিল বিজেপি। ওই রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করছে শাসক দল। গেরুয়া শিবিরের দাবি, ভারতের থেকে অনেক খারাপ অবস্থা রয়েছে অনেক দেশে। গোটা পৃথিবীর সামনে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিজেপি মুখপাত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.