Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

নরসিমা রাওকে শ্রদ্ধা জানাননি রাহুল, আক্রমণ বিজেপির, পালটা কটাক্ষ কংগ্রেস নেতার

ভারত জোড়ো যাত্রা দেখে ভয় পেয়েছে বিজেপি, দাবি জয়রাম রমেশের।

BJP Slams Rahul Gandhi for did not pay respect to Narasimha Rao | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 27, 2022 11:59 am
  • Updated:December 27, 2022 11:59 am  

বুদ্ধদেব সেনগুপ্ত: ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রথম পর্যায় শেষ হতেই শ্রদ্ধার হিড়িক রাহুল গান্ধীর (Rahul Gandhi)। মহাত্মা গান্ধী থেকে ইন্দিরা গান্ধী , রাজীব থেকে অটলবিহারী বাজপেয়ী। বেশ কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান রাহুল। তাতেও কটাক্ষ গেরুয়া শিবিরের। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের (PV Narasimha Rao) প্রসঙ্গ টেনে সোনিয়াপুত্রকে খোঁচা দেয় বিজেপি (BJP)।

ভারত জোড়ো যাত্রা হায়দরাবাদে থাকাকালীন রাহুল কেন নরসিমা রাওকে শ্রদ্ধা জানাননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। রাহুল হায়দরাবাদে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে আসুন বলে কটাক্ষ করা হয়। পালটা আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)। দলের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ (Jayram Ramesh) বলেন, রাহুলের ভারত জোড়ো যাত্রায় মানুষের অংশগ্রহণ দেখে বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ন্যাজাল ভ্যাকসিনের দাম জানাল স্বাস্থ্যমন্ত্রক, জানেন কত খরচ পড়বে?]

শনিবার দিল্লিতে শেষ হয় ভারত জোড়ো যাত্রার প্রথম পর্যায়। ফের জানুয়ারির তিন তারিখ দিল্লি থেকে শুরু হয়ে কাশ্মীরে গিয়ে শেষ হবে। সোমবার সকাল বেলাতেই গান্ধীজি, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রী থেকে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানান তিনি। কিন্তু এনডিএ জমানার প্রথম প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতেই চটে যায় গেরুয়া শিবির। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে লেখেন, “দিল্লিতে পৌঁছে রাহুল প্রাক্তন প্রধানমন্ত্রীদের শ্রদ্ধা জানাচ্ছেন। অথচ হায়দরাবাদে থাকাকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী প্রয়াত নরসিমা রাওকে শ্রদ্ধা জানাতে যাননি।” আদতে প্রধানমন্ত্রী থাকাকালীন নরসিমা রাওয়ের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্কের অবনতি হয়। সোনিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকে। সেই কথা স্মরণ করিয়ে দিতেই মালব্যের এমন টুইট বলেই মনে করছে এআইসিসি।

[আরও পড়ুন: কোভিড মোকাবিলায় পদক্ষেপ, দেশি সংস্থার ওষুধ ‘নিরমাকম’কে ছাড়পত্র দিল WHO]

সকালেই তার পালটা দেন জয়রাম। তিনি জানান, বিজেপি নেতাদের ভুল মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়াটা রেওয়াজে পরিণত হয়েছে। প্রবল ঠান্ডায় রাহুল কেন শুধু টি শার্ট পরে হাঁটছেন, কী খাচ্ছেন–তা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। এবার নরসিমা রাওয়ার প্রসঙ্গেও ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদ। তাঁর দাবি, এখনও ভারত জোড়ো যাত্রা শেষ হয়নি। তাঁর আগে এই মন্তব্য করে ভুল করেছে বিজেপি। পরে এর যোগ্য জবাব পেয়ে যাবে বলে জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement