সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-২০২৩ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.২ শতাংশ। বুধবার সরকারের তরফে এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই রঘুরাম রাজনকে (Raghuram Rajan) একহাত নিয়েছে বিজেপি (BJP)। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা থেকে আইটি সেলের প্রধান অমিত মালব্য-রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরকে তোপ দেগেছেন সকলেই। প্রসঙ্গত, রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে আলোচনায় রাজন দাবি করেছিলেন, ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের জিডিপির হার ৫ শতাংশের বেশি হওয়া একেবারে অসম্ভব।
বুধবার কেন্দ্রের তরফে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়, সদ্যসমাপ্ত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। ফলে গোটা অর্থবর্ষের হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.২ শতাংশ। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরেই রঘুরাম রাজনকে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। কারণ ভারত জোড়ো যাত্রা চলাকালীন তৎকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সাক্ষাৎকার দিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। সেখানেই বলেন, “ভারতের ভাগ্য খুব ভাল হলে তবেই আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশ ছোঁবে।”
রাজনের অনুমানকে ভুল প্রমাণ করে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ ছুঁয়েছে। তারপরেই রাজনের মন্তব্যের ভিডিও শেয়ার করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেন, “এই সাক্ষাৎকারে রঘুরাম রাজনের কথা গুলো একেবারেই অর্থনীতিবিদের মতো শোনাচ্ছে না। আসলে কংগ্রেসের নেতারা এমনই হন। পরিষ্কার ঘরে রাখলেও তাঁর ঠিক ময়লা খুঁজে বের করেন। কিন্তু দুর্গন্ধের মধ্যে রেখে দিলে বেশ খুশি থাকবেন।”
Raghuram Rajan in this dated conversation (2022) with Rahul Gandhi, sounded less like an economist, and more like Rajdeep Sardesai, when he said, ‘India would be lucky to do 5% GDP growth next year (FY2022-23)’.
Fact is India has registered 7.2% GDP growth in FY2022-23. 7.2%!… pic.twitter.com/8GNENPjYys
— Amit Malviya (@amitmalviya) June 1, 2023
একই কথা শোনা গিয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মুখেও। টুইটে তাঁর বক্তব্য, “জেমস বন্ড রাজন বলেছিলেন, ভারতের জিডিপি বৃদ্ধির হার কোনওমতে ৫ শতাংশ ছোঁবে। আসলে বিশিষ্ট অর্থনীতিবিদের মুখোশ পরে রাজনৈতিক নেতারা এমন কথা বলেন, যেটা আসলে নিষিদ্ধ জাদুর মতো শুনতে লাগে।”
India would be lucky to do 5% GDP growth next year (FY2022-23)’ :
James Bond RajanIndia registers 7.2% GDP growth in FY2022-23.
Voodoo economics by political hacks masquerading as celebrity economists has its limits pic.twitter.com/kIRLmlmZJy
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) June 1, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.