Advertisement
Advertisement

সেনার সাহসে কি বিশ্বাস নেই, কেজরিকে প্রশ্ন বিজেপির

বিজেপির মতে, পাকিস্তানের উদ্দেশ্যমূলক প্রচারের ফাঁদে পা না দেওয়াই উচিত ছিল কেজরির৷

BJP Slams Kejriwal over comment on Surgical Strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 2:52 pm
  • Updated:October 4, 2016 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধিতা ভুলে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তর জন্য মোদিকে প্রশ্ংসা করে কুর্নিশ জানিয়েছিলেন কেজরিওয়াল৷ কিন্তু তাতেও শেষমেশ বিজেপির রোষ থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী৷ সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ক্রমাগত অস্বীকার করে চলেছে পাকিস্তান৷ কেজরির দাবি ছিল, মোদি প্রমাণ দিয়ে পাকিস্তানের মুখ বন্ধ করুক৷ কিন্তু সে দাবি তুলে বিজেপির পাল্টা প্রশ্নের মুখে পড়তে হল কেজরিওয়ালকে৷

সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে কেজরির উপর রীতিমতো ক্ষুব্ধ বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কেজরিকে প্রশ্ন করেছেন, সেনার সাহস ও বীরত্বের উপর কি কেজরির ভরসা নেই? নাহলে তিনি প্রমাণ করার প্রশ্ন তুলছেন কেন? বস্তুত, সার্জিক্যাল স্ট্রাইকের ‘অপমান’ ভুলতে তা ভুয়া প্রমাণ করতেই ব্যস্ত পাকিস্তান৷ দেশের অভ্যন্তরেও যখন পরোক্ষে তা প্রমাণ করার প্রশ্ন উঠল, তখনই এই ইস্যু লুফে নিয়েছে পাক মিডিয়া৷ আর তাতেই আপত্তি বিজেপির৷ বিজেপির মতে, পাকিস্তানের উদ্দেশ্যমূলক প্রচারের ফাঁদে পা না দেওয়াই উচিত ছিল কেজরির৷ তাঁর এমন কিছু মন্তব্য করা উচিত নয়, যাতে দেশের সেনার অসম্মান হয় বা তাঁদের বীরত্বকে খাটো করে দেখানো হয়৷

Advertisement

এদিকে এই চাপানউতোরকে কেন্দ্র করে বিজেপি-আপ বিরোধিতা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে৷ আপ নেতা আশুতোষ পাল্টা তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে৷ তাঁর মতে, বিজেপি পাকিস্তানের দাবিকে নস্যাৎ না করে, অযথা কেজরির বিরুদ্ধে বিষোদগার করছে৷ তাঁর মতে, পাকিস্তান তো ভারতের অপমান করছে৷ শাসকদল হিসেবে বিজেপির তো আগে তার জবাব দেওয়া উচিত ছিল৷

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য আগেই জানিয়েছিলেন, যথাসময়ে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেবে ভারত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement