Advertisement
Advertisement
Arvind Kejriwal

মুখে ‘আম আদমি’ বললেও ‘বিলাসবহুল’ জীবনযাপন কেজরির! বিস্ফোরক বিজেপি

২৮.৯১ লক্ষ টাকা দামের টিভি ছিল কেজরির বাসভবনে।

BJP slams ‘high cost’ of appliances, items at Arvind Kejriwal’s CM residence

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 10, 2024 2:35 pm
  • Updated:November 10, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে আম আদমি বলে দাবি করলেও, বাস্তবে বিলাসবহুল’ জীবনযাপনে অভ্যস্ত অরবিন্দ কেজরিওয়াল! এমনই অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হল বিজেপি। শনিবার দলের আইটি সেলের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে কেজরির ছেড়ে আসা বাসভবনের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। সেই ছবি প্রকাশ করে অভিযোগ করা হয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাধারণ জীবনযাপন করেন বলে যে দাবি করতেন তা সঠিক নয়। বরং তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন।

জেলমুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট বাসভবনটিও ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। সেইমতো অক্টোবর মাসে বাসভবন খালি করেন। কিন্তু কেজরিওয়ালের সময়ই বাড়িটি বিলাসবহুল সামগ্রী দিয়ে সাজানো হয় বলে অভিযোগ করা হত গেরুয়া শিবিরের তরফে। এদিন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিও প্রকাশ করে দাবি করেন, পূর্ত দপ্তরের তরফে জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের রান্নাঘর, শৌচালয় থেকে বিভিন্ন ঘরের সিলিংয়ে একটি বহুজাতিক কোম্পানির ৮০টির বেশি স্পিকার লাগানো ছিল।

Advertisement

এছাড়াও প্রায় সাড়ে ন’শো লিটারের একটি ফ্রিজ ব্যবহার করতেন তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, বাসভবনটির অন্দরে একটি বিলাসবহুল মাল্টি জিম ছিল। জিমটি একমাত্র কেজরিওয়াল ব্যবহার করতেন। এই সব বিলাসবহুল সামগ্রীর তালিকা পূর্ত দপ্তরে রয়েছে বলে দাবি করেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর অভিযোগ, ২১ হাজার স্কোয়ার ফিটের এই বাংলোটিতে ৫০টির বেশি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো ছিল, বাংলোয় ব্যবহৃত টিভির দাম ছিল ২৮.৯১ লক্ষ টাকা।

শুধু তাই নয়, কেজরিওয়াল বাসভবনটি বাসযোগ্য করে তোলার জন্য সরকারের তহবিল থেকে ১০ কোটি টাকা খরচ করেন বলে অভিযোগ ভাটিয়ার। যদিও বিজেপির অভিযোগের পাল্টা কোনও অভিযোগ বা জবাব আপের তরফে পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement