Advertisement
Advertisement

Breaking News

সেনাপ্রধানকে সমর্থন করে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

রাজনৈতিক ফায়দা পেতে আর কী করবে কংগ্রেস?

BJP slams Congress, defends army chief Bipin Rawat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 3:41 pm
  • Updated:May 11, 2023 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিনতাবাদীদের বিরুদ্ধে সেনাপ্রধান বিপিন রাওয়াতের কড়া বার্তার সমালোচনা করে কংগ্রেস৷ শুক্রবার ওই ইস্যুতে পাল্টা কংগ্রেসকে তুলোধোনা করল বিজেপি৷ কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের সুরে কথা বলছে, অভিযোগ বিজেপির৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর আবেগকে ভোটের রাজনীতিতে ব্যবহার করারও অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে৷

(শহিদ বাবার পদাঙ্ক অনুসরণ করেই দেশরক্ষায় আত্মবলিদান ছেলের)

জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন কংগ্রেস নেতাদের সমালোচনা করেন৷ কংগ্রেস নেতারা বিপিন রাওয়াতের সমালোচনা করে মন্তব্য করেন, একজন সেনাপ্রধান কী করে সাধারণ মানুষকে সতর্ক করতে পারেন? পাল্টা জিতেন্দ্র সিং এদিন বলেন, “একজন সেনাপ্রধানের মন্তব্যের বিরোধিতা করছে কংগ্রেস৷ রাজনৈতিক ফায়দা পেতে আর কী করবে কংগ্রেস?” স্বার্থসিদ্ধিতে কংগ্রেস সেনাবাহিনীর প্রতি মানুষের আবেগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি৷

Advertisement

(বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার)

সেনাপ্রধানের মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, “সেনাপ্রধান যা বলেছেন, তাতে কোনও ভুল নেই৷” প্রসঙ্গত, গত বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত কাশ্মীরে শহিদ চার জওয়ানের শেষকৃত্যে যোগ দিতে দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া সমালোচনা করেন৷ বলেন, যারা কাশ্মীরে পাক বা আইএস-এর পতাকা তুলবে তাদেরকেও জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে বিচার করা হবে৷ কোনওভাবেই তারা পার পাবে না৷

সম্পত্তি কর দেওয়ার নোটিস পেলেন ভগবান কৃষ্ণ, দুর্গাও!

আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement