সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিনতাবাদীদের বিরুদ্ধে সেনাপ্রধান বিপিন রাওয়াতের কড়া বার্তার সমালোচনা করে কংগ্রেস৷ শুক্রবার ওই ইস্যুতে পাল্টা কংগ্রেসকে তুলোধোনা করল বিজেপি৷ কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের সুরে কথা বলছে, অভিযোগ বিজেপির৷ শুধু তাই নয়, সেনাবাহিনীর আবেগকে ভোটের রাজনীতিতে ব্যবহার করারও অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে৷
জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন কংগ্রেস নেতাদের সমালোচনা করেন৷ কংগ্রেস নেতারা বিপিন রাওয়াতের সমালোচনা করে মন্তব্য করেন, একজন সেনাপ্রধান কী করে সাধারণ মানুষকে সতর্ক করতে পারেন? পাল্টা জিতেন্দ্র সিং এদিন বলেন, “একজন সেনাপ্রধানের মন্তব্যের বিরোধিতা করছে কংগ্রেস৷ রাজনৈতিক ফায়দা পেতে আর কী করবে কংগ্রেস?” স্বার্থসিদ্ধিতে কংগ্রেস সেনাবাহিনীর প্রতি মানুষের আবেগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি৷
সেনাপ্রধানের মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, “সেনাপ্রধান যা বলেছেন, তাতে কোনও ভুল নেই৷” প্রসঙ্গত, গত বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত কাশ্মীরে শহিদ চার জওয়ানের শেষকৃত্যে যোগ দিতে দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের কড়া সমালোচনা করেন৷ বলেন, যারা কাশ্মীরে পাক বা আইএস-এর পতাকা তুলবে তাদেরকেও জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে বিচার করা হবে৷ কোনওভাবেই তারা পার পাবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.