Advertisement
Advertisement

মুসলিম প্রার্থীদের টিকিট দেওয়া উচিত ছিল বিজেপির: রাজনাথ সিং

তবে কি দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী?

BJP should have given tickets to Muslims: Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 1:08 pm
  • Updated:February 23, 2017 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে সিদ্ধান্ত সকলের নজর কেড়েছে তা হল ২০১৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কোনও ইসলাম ধর্মাবলম্বীকে বিজেপির তরফে প্রার্থী করা হয়নি৷ এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে ক্রমাগত তোপ দাগছে৷ আর বিজেপির এই সিদ্ধান্ত নিয়েই সম্প্রতি মুখ খুললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

(মণিপুরে গুলির লড়াই, নিকেশ নাগা জঙ্গি)

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেছেন, “দেশের অন্যান্য রাজ্যে নির্বাচনের সময় বিজেপির তরফে সংখ্যালঘুদের টিকিট দেওয়া হয়েছে৷ উত্তরপ্রদেশেও নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হয়েছিল৷ যদিও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না৷ নিজের উপলব্ধির ভিত্তিতেই বলছি৷ হয়ত বিজেপির সংসদীয় কমিটি কোনও যোগ্য মুসলিম প্রার্থীর সন্ধান পায়নি৷ কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম ধর্মাবলম্বীরাও নির্বাচনে লড়তে পারেন৷”

Advertisement

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের জনসংখ্যার মোট ২০ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী৷ কিন্তু খুব অদ্ভুতভাবেই চলতি বছর নির্বাচনে বিজেপি কোনও ইসলাম ধর্মাবলম্বীকে ভোটে দাঁড়ানোর সুযোগ দেয়নি৷ আর নির্বাচনের সময় তা নিয়েই জলঘোলা করছে বিরোধী দলগুলি৷

(রাজনীতির নামে অরাজকতা বরদাস্ত করা হবে না: দিল্লি পুলিশ)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement