Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসে জাতীয়তাবাদী প্রচারে নামছে বিজেপি

বিজেপি সূত্রের মত, এই কর্মসূচির আড়ালেই জাতীয়তাবাদের মোড়কে দল পৌঁছে যেতে চাইছে সাধারণ মানুষের কাছে৷

BJP Set to organise a campaign on independence day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 12:24 pm
  • Updated:August 3, 2016 12:24 pm  

দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের মঞ্চকে হাতিয়ার করে এবার প্রচারে নামতে চাইছে বিজেপি৷ স্বাধীনতা দিবসের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি মাসের ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশজুড়ে পালন করা হবে কর্মসূচি৷ প্রতিটি জেলায় পৌঁছে যাবেন সাংসদ, এমনকী মন্ত্রীরাও৷ বাদ যাবেন না স্বয়ং প্রধানমন্ত্রীও৷ দেশের পতাকা হাতে কর্মীদের নিয়ে করা হবে মিছিল, প্রভাতফেরি ও মোটর বাইক ব়্যালি৷ গাওয়া হবে দেশাত্মবোধক গান৷ স্মরণ করা হবে স্বাধীনতা সংগ্রামের শহিদদের নাম৷ মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে তাঁদের৷

মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু ঘোষণা করলেন এই কর্মসূচির৷ জানিয়ে দিলেন, সপ্তাহ জুড়ে এই কর্মসূচির স্লোগান হবে ‘৭০ সাল আজাদি, ইয়াদ করো কুরবানি’৷ বিজেপি সূত্রের মত, এই কর্মসূচির আড়ালেই জাতীয়তাবাদের মোড়কে দল পৌঁছে যেতে চাইছে সাধারণ মানুষের কাছে৷ বিশেষ করে আগামী বছর পাঁচ রাজ্যে নির্বাচনকে মাথায় রেখেই এমন উদ্যোগ৷

Advertisement

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি পুরনো অ্যাজেন্ডা ‘হিন্দুত্ব’কে বদলে জাতীয়তাবাদের অ্যাজেন্ডাকে সামনে নিয়ে আসতে চাইছে৷ অত্যন্ত সংবেদনশীল এই অ্যাজেন্ডা গেঁথে ফেলতে চাইছে জনসাধারণের মনে৷ এবং এই প্রচারের মাধ্যমেই বিজেপি জয় করে নিতে চাইছে সাধারণ মানুষের মন৷ তবে বেঙ্কাইয়া সাফ জানিয়ে দেন “বিষয়টিকে রাজনীতির দিক দিয়ে ভাবা উচিত নয়৷ ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর ভাবনা থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement