Advertisement
Advertisement

Breaking News

Ajit Pawar

অজিত পওয়ারকে NDA থেকে তাড়াতে চায় বিজেপি! বিস্ফোরক দাবি শরদ শিবিরের

মারাঠা রাজনীতিতে অজিত পওয়ার এখন বেশ কোণঠাসা। লোকসভায় ভরাডুবি হয়েছে। একে একে তাঁর দলের নেতারাও দল ছাড়ছেন।

BJP sending subtle message Ajit Pawar-led NCP to leave the ruling 'Mahayuti'
Published by: Subhajit Mandal
  • Posted:July 18, 2024 8:59 am
  • Updated:July 18, 2024 8:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ব্যর্থতার পর অজিত পওয়ারের এনসিপি শিবিরকে শাসক মহাজোট থেকে বের করে দিতে চায় বিজেপি (BJP)। ইশারা-ইঙ্গিতে অজিতকে সে কথা বুঝিয়েও দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক দাবি করল এনসিপির শরদ পওয়ার শিবির।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) মহারাষ্ট্রে কার্যত ভরাডুবি হয়েছে এনডিএর। বিজেপি, শিব সেনার শিণ্ডে শিবির এবং এনসিপির অজিত শিবির সব মিলিয়ে ৪৮টির মধ্যে মাত্র ১৭টি আসনে জয় পেয়েছে। সেখানে বিরোধী শিবিরে গিয়েছে ৩১ আসন। আরএসএস মনে করছে মহারাষ্ট্রে বিজেপির এই ব্যর্থতার জন্য দায়ী অজিত পওয়ারের (Ajit Pawar) সঙ্গে জোটের সিদ্ধান্ত। সেটা আরএসএসের সাপ্তাহিক মুখপত্র ‘বিবেকে’ লেখাও হয়েছে। আরএসএসের (RSS) ওই মুখপত্রে বলা হয়, মহারাষ্ট্রের মানুষ অজিতের সঙ্গে বিজেপির জোট মেনে নিতে পারেননি। সেটাই এই ব্যর্থতার আসল কারণ।

Advertisement

[আরও পড়ুন: যৌথ বাহিনীর হাত ফসকে পালাল শীর্ষ মাও নেতা, ক্যাম্প ভেঙে উদ্ধার অস্ত্রশস্ত্র

আরএসএস মুখপত্রের সেই ‘বার্তা’কে হাতিয়ার করে এনসিপির শরদ শিবির (NCPSP) এখন দাবি করছে, বিজেপি যেনতেন প্রকারে অজিত পওয়ার এবং তাঁর দলকে শাসক মহাজোট থেকে বের করে দিতে চাইছে। এনসিপির শরদ শিবিরের মুখপাত্র ক্লাইড ক্রেস্টো বলছেন, “বিজেপি লোকসভার ফলের পর বুঝে গিয়েছে অজিত পওয়ারের সঙ্গে জোট করা ভুল ছিল। বিধানসভা ভোটে জিততে হলে অজিত সঙ্গ ছাড়তে হবে। সেই বার্তাও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, আগামীর রূপরেখা দেবেন মোদি

শরদ পওয়ার (Sharad Pawar) শিবিরের এই দাবি নিয়ে এখনও অজিত শিবির বা বিজেপি শিবির মুখ খোলেনি। তবে এনডিএ-র তরফে স্বীকার করা না হলেও এটা স্পষ্ট যে, মারাঠা রাজনীতিতে অজিত পওয়ার এখন বেশ কোণঠাসা। লোকসভায় ভরাডুবি হয়েছে। একে একে তাঁর দলের নেতারাও দল ছাড়ছেন। অনেকেই শরদ শিবিরে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। এবার জোটসঙ্গীরাও তাঁর সঙ্গ ছাড়ে কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ