Advertisement
Advertisement
Telangana MLA

রাতারাতি প্রত্যাহার সাসপেনশন, বিজেপির প্রার্থী তালিকায় নবিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা ‘টাইগার’

তেলেঙ্গানার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির।

BJP revokes suspension of Telangana MLA who made remarks against Prophet | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 22, 2023 1:42 pm
  • Updated:October 22, 2023 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবি হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড হয়েছিলেন। রাতারাতি সেই নেতার সাসপেনশন প্রত্যাহার করে তাঁকেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে টিকিট দিল বিজেপি (BJP)। তেলেঙ্গানার ঘোষমহল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিতর্কিত বিজেপি নেতা টাইগার রাজা সিং (Tiger Raja Singh)।
নূপুর শর্মার মন্তব্য নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেসময় নূপুরের পাশে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন টাইগারও। তবে সেই প্রথম নয়, আগেও অনেকবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে টাইগারের বিরুদ্ধে। তবে ২০২২ সালের ওই মন্তব্যের জেরে বিতর্কে চরমে ওঠে। শেষ পর্যন্ত টাইগার রাজা সিংকে দল থেকে সাসপেন্ড করতে বাধ্য হয় বিজেপি। যদিও বিরোধীরা বলেন, সেই সাসপেনশন ছিল নামমাত্র। বকলমে টাইগার বিজেপির হয়ে কাজ করে যাচ্ছিলেন।

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

সেবার সেই নামমাত্র সাসপেনশনও প্রত্যাহার করা হল। শুধু তাই নয়, সাসপেনশন প্রত্যাহার কয়েক ঘণ্টা পরেই টাইগার রাজা সিংকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রার্থী করে দিল বিজেপি (BJP)। আসলে তেলেঙ্গানায় বিজেপির অন্যতম বড় মুখ টাইগার। তাই তাঁকে বাদ রেখে দল নির্বাচনে জেতে চায়নি। সেকারণেই সম্ভবত রাতারাতি সাসপেনশন প্রত্যাহার করিয়ে রাজা সিংকে প্রার্থী করা হল।

Advertisement

[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]

টাইগার রাজা সিংয়ের পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকার চমক হল ৩ জন সাংসদকে বিধানসভায় প্রার্থী করে দেওয়া। দলের প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় সিং প্রার্থী হয়েছেন। দলের অন্যতম প্রভাবশালী মুখ এটেলা রাজিন্দর প্রার্থী হয়েছেন দুটি কেন্দ্র থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement