Advertisement
Advertisement
PM Modi

‘মোদির সভাতেও বোমা বিস্ফোরণ হয়েছিল’, ট্রাম্পের উপর হামলার পরেই স্মৃতি উসকে দিল বিজেপি

২০১৩ সালে মোদির জনসভায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়।

BJP remind of blast in PM Modi's rally after attack on Trump
Published by: Anwesha Adhikary
  • Posted:July 14, 2024 2:26 pm
  • Updated:July 14, 2024 2:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার খবরে তোলপাড় গোটা দুনিয়া। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এহেন পরিস্থিতিতে মোদির নির্বাচনী সভায় বিস্ফোরণের স্মৃতি উসকে দিল বিজেপি। দলের মুখপাত্র অমিত মালব্যর মতে, বিশ্বের তাবড় নেতাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে।

জানা গিয়েছে, পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প (Donald Trump)। বক্তৃতা চলাকালীন হঠাৎই তাঁকে দেখা যায় কানে হাত দিতে। তার পরই বিপদ বুঝে তিনি নিচু হয়ে যান। শোনা যায় গুলির শব্দ। দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। সভাস্থলে ছড়িয়ে যায় আতঙ্ক। দ্রুত প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। জানা যায়, রিপাবলিকান কর্মীর গুলিতেই আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: লালবাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত, শিক্ষানবিশ IAS পূজার মাকেও নোটিস মহারাষ্ট্র পুলিশের

হামলার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেন মোদিও (Narendra Modi)। তার পরে মোদির জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনা সোশাল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছে বিজেপি। ২০১৩ সালের ২৭ অক্টোবর, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন পাটনায়। তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন, সেই সময়ে একাধিক বোমা বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৬ জনের। তদন্তে জানা যায়, বিস্ফোরণ ঘটিয়ে জনতার মধ্যে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরির উদ্দেশ্য ছিল হামলাকারীদের। যেন ভিড়ের মধ্যে মোদির উপর প্রাণঘাতী হামলা চালানো যায়।

বছর তিনেক আগে এই বিস্ফোরণের জন্য ৯ সন্ত্রাসবাদী দোষী সাব্যস্ত হয়। সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়ে বিজেপির (BJP) মুখপাত্র অমিত মালব্য বলেন, “গোটা বিশ্ব খুব বিপজ্জনক হয়ে উঠছে। আমরা দেখেছি শিনজো আবের উপরে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এবার সেই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের নামও যুক্ত হল। বিশ্বজুড়ে চেষ্টা চলছে যেন ক্ষমতাশালী নেতাদের শেষ করে দেওয়া যায়। তার পরে সন্ত্রাসবাদীরা পুতুল সরকার প্রতিষ্ঠা করবে নানা দেশে।”

[আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! বিমানবন্দর, সড়কপথ জলমগ্ন, জারি কমলা সতর্কতা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement