Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

কোন্দল সামলে ভূস্বর্গে ভোটের সংশোধিত তালিকা বিজেপির, দ্বিতীয় ও তৃতীয় দফায় ২৯ প্রার্থী

দ্বিতীয় দফার তালিকায় ৬ জন মুসলিম প্রার্থী।

BJP releases third list of 29 candidates of Jammu and Kashmir Election

ফাইল ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:August 27, 2024 5:50 pm
  • Updated:August 27, 2024 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল থেকে ভূস্বর্গে প্রার্থী বাছাই নিয়ে বেজায় চাপে বিজেপি। জম্মু ও কাশ্মীরের পুরোনো বিজেপি কর্মীদের কেন টিকিট দেওয়া হয়নি, এই নিয়ে দলের অন্দরেই কোন্দল শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে সোমবার ৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণার আধ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে কেবলমাত্র প্রথম দফার ১৫ জনের নাম ঘোষণা করে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত মঙ্গলবার সংশোধিত তালিকা ঘোষণা করল মোদি-শাহর দল। নয়া তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় দফার ২৯ প্রার্থীর নাম এবং কেন্দ্র জানানো হয়েছে।

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হতে চলেছে নির্বাচন। সেদিকে নজর রেখে দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। ওই তালিকায় দেখা যায় ৪৪ প্রার্থীর মধ্যে ১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে। এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির।

Advertisement

 

[আরও পড়ুন: মরচে ধরা নাট বল্টু, ইস্পাতে জং! ৩৬০০ কোটির শিবাজির পতনের নেপথ্যে দুর্নীতির ইঙ্গিত]

মঙ্গলবার যে তালিকা প্রকাশ করেছে বিজেপি তাতে দ্বিতীয় দফার প্রার্থী সংখ্যা ১০ জন। তৃতীয় দফায় ১৯ জন। অর্থাৎ সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৪ জন প্রার্থীর নাম জানালো বিজেপি। দ্বিতীয় দফার তালিকায় ৬ জন মুসলিম প্রার্থী। নয়া তালিকায় একজনও মহিলা প্রার্থী নেই। তবে স্পষ্ট যে দলীয় নেতাদের ক্ষোভের আঁচ নেভানোর চেষ্টা হয়েছে সংশোধিত তালিকায়। সেই কারণেই প্রাক্তন গেরুয়া বিধায়ক রাজীব শর্মা, পবন গুপ্তা এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক মহম্মদ আক্রম চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।

 

[আরও পড়ুন: সিসোদিয়ার পর এবার কে কবিতা, আবগারি মামলায় সুপ্রিম নির্দেশে জামিন পেলেন বিআরএস নেত্রী]

উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে ২৫টি আসনে জয় পায় বিজেপি, ২৮টি আসন জেতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন জেতে। বিজেপি ও পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে। তবে শেষ পর্যন্ত সেই জোটের পরিণতি দেখেছে দেশ। এবারের নির্বাচনে ইতিমধ্যেই জোট ঘোষণা করেছে এনসি ও কংগ্রেস। অন্যদিকে, আলাদাভাবে লড়াইয়ে নামতে চলেছে বিজেপি ও পিডিপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement