Advertisement
Advertisement

Breaking News

BJP donation

রাজনৈতিক অনুদানে ফের শীর্ষে বিজেপি, অনেক পিছিয়ে ৩ নম্বরে কংগ্রেস

কংগ্রেসের তুলনায় বিজেপির সম্পদ ৭৭৬.৮২ শতাংশ বেশি।

BJP received the most donation on 2023-24
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2024 2:08 pm
  • Updated:December 29, 2024 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-’২৪ অর্থবর্ষে কংগ্রেসের থেকে বেশি অঙ্কের অনুদান গিয়েছে কেসিআর-এর দলের ভাণ্ডারে। যদিও সবার উপরে রয়েছে সেই ভারতীয় জনতা পার্টিই। অর্থাৎ অনুদানের তালিকায় কংগ্রেস আবারও তৃতীয় স্থানে।

প্রতিবছরের মতোই রাজনৈতিক দলগুলিকে হিসাব প্রকাশ করতে হয়েছে ঠিক কত অঙ্কের রাজনৈতিক অনুদান পেয়েছে তারা। সেই হিসাব থেকে দেখা যাচ্ছে ২০২৩-’২৪ অর্থবর্ষে সবচেয়ে অনুদান পেয়েছে বিজেপি। তাদের পাওয়া অর্থের পরিমাণ ২২৪৪ কোটি টাকা। এর মধ্যে অধিকাংশটাই এসেছে কুড়ি হাজার বা তার বেশি অংশে। অর্থাৎ এটা স্পষ্ট, বিজেপিকে যাঁরাই অনুদান পাঠিয়েছেন তাঁরা কেউই ছোট অঙ্কের অর্থ দান করেননি। তবে মজার বিষয়ে হল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের ভাণ্ডারে জমা পড়া অনুদানের অঙ্কটা কিন্তু অনেকটাই কম।

Advertisement

শেষ অর্থবর্ষে তাদের অ‌্যাকাউন্টে জমা পড়েছে মাত্র ২৮৯ কোটি। তাদের থেকে অনেকটাই এগিয়ে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস। তারা পেয়েছে ৫৮০ কোটি টাকা। কংগ্রেসের তুলনায় বিজেপির সম্পদ ৭৭৬.৮২ শতাংশ বেশি। কংগ্রেস এবং বিজেপিকে দেওয়া অনুদানের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে একটাই নাম– প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ‌্য অনুসারে এই সংস্থার কাছ থেকেই বিজেপি পেয়েছে ৭২৩ কোটি, যেখানে কংগ্রেস পেয়েছে ১৫৬ কোটি টাকা। বিআরএস-কেও অবশ‌্য নিরাশ করেনি প্রুডেন্ট– বিআরএস-কে তারা দিয়েছে ৮৫ কোটি।

সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রতিটি রাজনৈতিক দলের ভাণ্ডারে আসা অনুদানের অর্থের বিস্তারিত তথ‌্য প্রকাশ করতে হয়। তারই নিরিখে মিলেছে এই তথ‌্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement