সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজানা সূত্র থেকে বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর অভিযোগ, রাজনীতি থেকে কালো টাকা দূর করার কথা বলেন কী করে নরেন্দ্র মোদি? তাঁর দলই সবচেয়ে বেশি কালো টাকা লেনদেন করে বলেও বুধবার তোপ দেগেছেন ডেরেক৷
You want electoral reforms & you bring down the minimum figure from 20k rupees to 2k.Won’t solve anything .Who you kidding ? #Budget2017 1/2
— Derek O’Brien (@quizderek) February 1, 2017
এদিন টুইট করে ডেরেক বলেন, “২০ হাজার টাকার অনুদান কমিয়ে ২ হাজার টাকা করলেই ভারতীয় রাজনীতি স্বচ্ছ হবে? এটা কোনও সমাধানই নয়৷ আপনি কাকে বোকা বানাচ্ছেন?” তাঁর আরও অভিযোগ, “কে নির্বাচনী সংস্কারের কথা বলছে দেখুন? যে দল ইতিমধ্যেই অজানা সূত্র থেকে কোটি কোটি টাকা পেয়েছে!”
And look who is preaching about electoral reforms? The party that has already picked up billions from “unknown sources” #Budget2017 2/2
— Derek O’Brien (@quizderek) February 1, 2017
সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ কেন্দ্রের এই নতুন নিয়মের ফলে দেশের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার আখেরে ক্ষতি হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন ডেরেক ও’ব্রায়েন৷
The grand design to merge railway budget with #Budget2017 turned out to be a damp squib. Will damage the very core of the transport system
— Derek O’Brien (@quizderek) February 1, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.