ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাহুল গান্ধীর বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন! বিরোধী দলনেতা বার বার কেন বিদেশ যাত্রা করেন? প্রশ্ন তুলে সরব বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, সংসদের অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতার এই বারবার বিদেশযাত্রা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের।
সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা কেন বিদেশ সফরে? জবাবদিহিও চাইল তারা। এবারেই অবশ্য প্রথম নয়, রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে আগেও অনেকবার প্রশ্ন তুলেছে বিজেপি। শনিবার দলের বর্ষীয়ান সাংসদ রবিশঙ্কর প্রসাদ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে জানতে চান রাহুল গান্ধী কোথায় রয়েছেন? সঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “আমি শুনেছি তিনি ভিয়েতনাম গিয়েছেন। বর্ষবরণের সময়েও তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ছিলেন। সেখানে সেবারে তিনি ২২ দিন ছিলেন। নিজের লোকসভা কেন্দ্রে তো উনি কোনওদিন এত সময় কাটাননি।”ভিয়েতনামের প্রতি রাহুলের এত প্রেম কেন সেই প্রশ্নও তুলেছেন প্রসাদ।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ঘনঘন রাহুলের বিদেশ সফর রাষ্ট্রীয় সুরক্ষার জন্য চিন্তার বিষয় বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিরোধী দলেনতার মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু তাঁর গুপ্ত বিদেশ সফর, বিশেষত যখন সংসদের অধিবেশন চলছে, তা কতটা উচিত এবং রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে গভীর প্রশ্ন তুলে দিয়েছে।” রাহুল বিদেশ সফরে কোথায় যান তার বিশদ বিবরণ সংসদ বা জনসমক্ষে কোথাও দেওয়া হয় না বলেও সরব হয়েছেন মালব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.