Advertisement
Advertisement
Himachal Pradesh Election

মমতার প্রকল্পই ভরসা! হিমাচলের নির্বাচনী ইস্তেহারে পড়ুয়াদের জন্য দরাজহস্ত বিজেপি

লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে অনুদানের ঘোষণা করেছে কংগ্রেস।

BJP promises uniform civil code, employment in Himachal Pradesh Election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 6, 2022 5:48 pm
  • Updated:November 6, 2022 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগ এবার কাজে লাগাবে বিজেপিও। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP)। স্কুলপড়ুয়া মেয়েদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করা হল বিজেপির তরফে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। হিমাচল প্রদেশের (Himachal Pradesh Election) দুই প্রধান প্রতিপক্ষই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে হাতিয়ার করেই নির্বাচনের ময়দানে নেমে পড়েছে।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির স্কুলছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হবে বলে ঘোষণা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও নবম থেকে একাদশ শ্রেণির জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয় সরকারের তরফ থেকে। প্রসঙ্গত, শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল কংগ্রেস। সেখানে বলা হয়েছিল,মহিলাদের জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে জোরে গান বাজিয়ে মা ও বোন-সহ পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ‘খুন’, গ্রেপ্তার কিশোর]

বিজেপির নির্বাচনী ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথাও ঘোষণা করে দিল বিজেপি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাটের পর হিমাচল প্রদেশেও এই বিধি কার্যকর করার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। কিছুদিন আগেই বিজেপি দাবি করেছিল, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। তবে এই সিদ্ধান্তকে হিন্দুত্ববাদী জিগির বলে কটাক্ষ করেছে বিরোধীরা।

রবিবার হিমাচল প্রদেশে গিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়ন করাই বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য। সিমলায় গিয়ে নাড্ডা বলেছেন, গত নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সবকিছুই পূরণ করা হয়েছে। এমনকি প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কাজ করেছে সরকার। রবিবারের নির্বাচনী ইস্তেহারে আরও বলা হয়েছে, রাজ্যে মোট আট লক্ষ কর্মসংস্থান করবে বিজেপি। 

[আরও পড়ুন: ঘনঘন এই অপশব্দটি ব্যবহার করেন? যৌন হেনস্তার মামলায় ফাঁসতে পারেন আপনিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement