Advertisement
Advertisement
JP Nadda

ব্যর্থ সব চেষ্টা! সুদীপ রায় বর্মন-সহ ত্রিপুরার ৪ বিধায়কের সঙ্গে দেখাই করলেন না নাড্ডা

তবে ৮ জন বিধায়কের মধ্যে চার জনের সঙ্গে দেখা করেছেন তিনি।

Bangla news: JP Nadda refuses to meet Tripura's ex health minister Sudip Roy Barman Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:October 14, 2020 9:02 am
  • Updated:October 14, 2020 9:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার জন বিধায়ক সঙ্গে দেখা করলেও সুদীপ রায় বর্মনের সঙ্গে সাক্ষাৎই করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ত্রিপুরা থেকে দিল্লি যাওয়া আট জনের মধ্যে চার জনের সঙ্গে মঙ্গলবার দেখা করেন তিনি। কিন্তু, এই বিধায়ক দলের নেতৃত্বে থাকা ত্রিপুরার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন-সহ বাকি চার জনের সঙ্গে দেখাই করেননি। যাঁদের সঙ্গে গতকাল বিজেপি সভাপতি দেখা করেছেন তাঁরা হলেন, বিধায়ক রামপ্রসাদ পাল, আশিষ সাহা, সুশান্ত চৌধুরি ও পরিমল দেববর্মা। তবে সর্বভারতীয় বিজেপি সভাপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খুলেননি কেউ।

এদিকে দিল্লিতে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। নিজেকেও বিক্ষুব্ধ নেতা হিসেবে মানতে নারাজ শ্রীবর্মণ। এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘আগামীকাল আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের দিল্লি সফর নিয়ে মিডিয়ার একটি অংশ অপপ্রচার করেছে। কিন্তু, আমি কোনও ভাবেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরোধী নই। মুখ্যমন্ত্রী শ্রীদেব ভাল কাজ করছেন। আমি নাড্ডাজির নতুন টিম হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে এসেছি। রাজ্যের সাংগঠনিক বিষয়ে কথা বলতে এসেছিলাম।’

Advertisement

[আরও পড়ুন: এবছর JEE দিতে পারেননি? ২০২১ সালে সরাসরি JEE Advancedএ বসতে পারবেন, ঘোষণা বোর্ডের]

উল্লেখ করা যেতে পারে, বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে বিভিন্ন সময় ত্রিপুরা (Tripura) সরকারের কাজের সমালোচনা করলেও দিল্লি গিয়ে হঠাৎ করে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রশংসা করায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আরও জানা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার আট বিধায়কের বাড়ি ফিরে যাবার পরামর্শ দিয়েছেন। তাঁর নির্দেশ মেনে বিধায়করা সকলেই বাড়ি ফিরে আসছেন বলে দিল্লি সূত্রে খবর।

[আরও পড়ুন: অবশেষে মুক্তি, প্রায় ১৪ মাস পর বন্দিদশা থেকে রেহাই পাচ্ছেন মেহবুবা মুফতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement