Advertisement
Advertisement
JP Nadda

বাংলার অবস্থা লজ্জাজনক! ত্রিপুরায় দাঁড়িয়ে মমতাকে আক্রমণ নাড্ডার

সোমবারই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।

BJP President JP Nadda attacks Mamata Banerjee from Tripura | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2022 2:51 pm
  • Updated:August 30, 2022 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। ত্রিপুরায় দাঁড়িয়ে মমতার সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। দাবি করলেন, ‘নারী নিরাপত্তা থেকে দুর্নীতি, সবকিছুতেই বাংলার অবস্থা লজ্জাজনক।’

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তোলেন। সোজা বলে দেন, “বাংলায় সরকার ফেলার জন্যই একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। ববিকে গ্রেপ্তার করো। অরূপকে গ্রেপ্তার করো, অভিষেককে গ্রেপ্তার করো। ভেবেছ, তাহলেই আর নির্বাচনে তৃণমূল জিততে পারবে না।” মমতার কথায়, “তুমি আমাকেও বন্ধ রাখো না। আমাকে বন্ধ রেখেও দেখো না, কী হয়। নির্বাচনের আগে তো মেরেছিলে। ভেবেছিলে আমি বেরতে পারব না। মনে রেখো, জেলে থাকলেও ঠিকরে ঠিকরে বের হব। দমানো যাবে না।”

Advertisement

[আরও পড়ুন: কমিটি গঠনের নির্বাচনে তুমুল অশান্তি! অনিশ্চয়তার মুখে বাগবাজার সার্বজনীনের পুজো]

ত্রিপুরার সাংবাদিক বৈঠকে নাড্ডাকে বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,”বিজেপি তৃণমূলের জনবিরোধী রাজনীতির বিরোধী। তৃণমূলের জনবিরোধী নীতি, দুর্নীতি, অব্যবস্থা, নারী নির্যাতন, স্বাস্থ্যের হাল, শিক্ষার হাল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কী অবস্থা রাজ্যটার!” এরপরই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডা বলেন, “একজন মহিলা বাংলার মুখ্যমন্ত্রী। অথচ নারী পাচারে এই বাংলাই দেশের মধ্যে শীর্ষে। এটা লজ্জাজনক।”

[আরও পড়ুন: বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি আদানি, প্রথম এশীয় হিসাবে রেকর্ড ভারতীয় শিল্পপতির]

ঘটনাচক্রে যে আইনশৃঙ্খলা এবং নারী নির্যাতনকে ইস্যু করে নাড্ডা বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন, সেই ইস্যুতে কেন্দ্রের রিপোর্টই বাংলাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। সোমবার প্রকাশিত হওয়া ন‌্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCB) তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের নিরাপদতম শহর কলকাতা। দেশের অন‌্যান‌্য শহরের তুলনায় গুরুতর অপরাধের হার সবথেকে কম তিলোত্তমায়। টানা দু’বছর দেশের নিরাপদতম শহরের স্বীকৃতি পেয়েছে কলকাতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement