Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

বসুন্ধরা বা বালকনাথ নয়, মরুরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘ব্রাহ্মণ’ ভজনলাল

তিন রাজ্যেই নতুন মুখ বেছে নিল গেরুয়া শিবির।

BJP picks Bhajan Lal Sharma as new CM of Rajasthan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 12, 2023 4:40 pm
  • Updated:December 12, 2023 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের সাতদিন পর বিজেপি (BJP) ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে দুই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেও মরুরাজ্য নিয়ে জট কাটছিল না। শোনা যাচ্ছিল, ‘রাজমাতা’ বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara Raje Scindia) চাইছেন ফের মসনদে বসতে। কিন্তু তাঁকে আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে রাজি নয় গেরুয়া শিবির। এবার জানা গেল, বিজেপি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল ভজনলাল শর্মাকে।

মরুরাজ্যে ১৯৯ আসনের মধ্যে ১১৫টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও জয় এসেছিল বিপুল ভোটে। কিন্তু এই পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রীর দায়িত্বে কারা থাকবেন তা বাছতে সময় নিচ্ছিল দলের হাই কমান্ড। তাই জল্পনা বাড়ছিল। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘রাজমাতা’ বসুন্ধরা চাইছিলেন মসনদে প্রত্যাবর্তন করতে। তিনিই কেবল নয়, আলোচনায় উঠে আসছিল অন্য নামও। বিধায়ক বাবা বালকনাথ, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

Advertisement

[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের ১৪ হাজার শূন্যপদের কাউন্সেলিং বন্ধ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট]

কিন্তু মোদি আসলে ব্যালান্সের খেলা খেলতে চেয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর মুখ বাছতে যেমন ওবিসি ভোট ব্যাঙ্কের কথা ভাবা হয়েছিল, ছত্তিশগড়েও মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে যথাক্রমে আদিবাসী ও উচ্চবর্ণের প্রতিনিধিকে বেছে নেওয়া হয়েছে। এবার রাজস্থানেও একই খেলা খেলল বিজেপি। মুখ্যমন্ত্রী পদে ব্রাহ্মণ ভজনলালকে বেছে নেওয়া হল।

[আরও পড়ুন: দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক আগামী সপ্তাহেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement