Advertisement
Advertisement

Breaking News

চার রাজ্যে মুখ্যমন্ত্রী কে, ঠিক করতে বৈঠকে বসছে বিজেপি

কে হবেন মুখ্যমন্ত্রী, জল্পনা তুঙ্গে...

Bjp parliamentary board to meet today for selection of chief ministers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 10:47 am
  • Updated:March 12, 2017 10:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই উত্তরপ্রদেশে পরিবারতন্ত্রের কফিনে পেরেকখানা পুঁতে দিয়েছে বিজেপি। সে রাজ্যে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে যদুবংশ। এবার জল্পনা মুখ্যমন্ত্রী নাম ঘোষণা নিয়ে। আজ রবিবারই বৈঠকে বসছে সংসদীয় দল।

জিগোলো হওয়ার হাতছানি! সঙ্গে পাতা প্রতারণার ফাঁদও…

Advertisement

সেখানে পাঁচ রাজ্যে ভোটের ফলাফল নিয়ে যেমন কাটাছেঁড়া চলবে। তেমনই আলোচনা হবে কে হবেন রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী, মুখ্যমন্ত্রী। নতুন দিল্লিতে অমিত শাহর বাড়িতেই বসবে বৈঠক। বৈঠকের আগে সকালে অমিত শাহর বাড়িতে দেখা করেন রাম লাল, বেঙ্কাইয়া নাইডু, মনোজ তিওয়ারি, বিজয় গোয়েল। সূত্রের খবর, গোয়ায় সরকার গড়ার দিকে এগোচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রী হতে পারেন মনোহর পারিকর।

উত্তরপ্রদেশ নির্বাচনের ফল টের পাবে পাকিস্তান, বাংলাদেশও

শনিবারই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর পরই সংসদীয় বোর্ডের বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম সম্ভাব্য তালিকায় উঠে এসেছে। প্রথমেই রয়েছে রাজনাথ সিংয়ের নাম। রয়েছে কেশবপ্রসাদ মৌর্য, সাংসদ যোগী আদিত্যনাথ, মনোজ সিং, শ্রীকান্ত শর্মার নামও। এদিকে অমিত শাহ আগেই বলেছিলেন, সিদ্ধার্থনাথ সিংকেও দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ। তবে সবই এখনও হাওয়ায় ভাসছে। বৈঠক মিটলেই অবসান হবে সব জল্পনার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement