সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দ্বন্দ্ব। মণিপুরে কে গড়বে সরকার? গত ১৫ বছর ধরে কংগ্রেস দল রাজ্য চালাচ্ছে। এবারও ৬০ টি-র মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছে তাঁরা। সেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপে পেয়েছে ২১টি আসন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ওক্রাম ওবাবি সিংয়ের সরকার গড়তে চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করার আগেই বিজেপি ঘোষণা করে দেয়, তাদের সঙ্গে ৩২ জন বিধায়কের সমর্থন আছে। তাই সরকার গড়ার জন্য শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন। সবাই এখন রাজ্যপালের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।
বিজেপি-র দাবি, তাঁদে্র সঙ্গে ৩২ জন বিধায়কের সমর্থন রয়েছে। এর মধ্যে ২১ জন বিজেপির বিধায়ক এবং বাকিরা অন্যান্য দলের। রবিবার রাজ্যপালের কাছে ৩২ জন বিধায়কের নামও জানান হয়েছে। পাশাপাশি অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, ‘সোমবার বিধায়কদের মধ্যে থেকে দলীয় নেতা ঠিক করা হবে।’
এদিকে, মণিপুরে বিধানসভা নির্বাচনে কেবল একটি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবুও শেষরক্ষা হল না। নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্র যোগ দিয়েছেন বিজেপি-তে। রাজনৈতিক মহল মনে করছে, এর ফলে মণিপুরে সরকার গড়তে আর কোনও অসুবিধা রইল না বিজেপি-র। তৃণমূলের বিধায়কের পাশাপাশি শ্যামকুমার নামে এক কংগ্রেস বিধায়কেরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। তৃণমূল কংগ্রেস ছাড়াও বিজেপিকে সমর্থন জানিয়েছে এনপিপি (৪), এপিএফ (৪) এবং এলজেপি (১)। এছাড়া নির্দল প্রার্থী আসাবউদ্দিনও বিজেপিকে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। রবিবারই অন্যান্য দলগুলির সমর্খনের কথা জানিয়েছিলেন বিজেপি নেতা রাম মাধব। বলেন, ‘সরকার গড়ার জন্য এনপিপি এবং এলজেপি দল আমাদের সমর্থন জানিয়েছে।’
One MLA of #Congress, the lone #Trinamool legislator in Manipur join BJP. Now BJP has 32 MLAs: Himanta Biswa Sarma.
— Press Trust of India (@PTI_News) March 12, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.