Advertisement
Advertisement
অধ্যক্ষ

ঝুলিতে দশ দলের সমর্থন, লোকসভার অধ্যক্ষ হচ্ছেন বিজেপির ওম বিড়লা

বুধবারই হবে নির্বাচন৷

BJP nominated Om Birla for the post of Lok Sabha speaker
Published by: Tanujit Das
  • Posted:June 18, 2019 7:52 pm
  • Updated:June 18, 2019 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী নির্বাচিত হলেন রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা৷ সূত্রের খবর, তাঁকে সমর্থন জানিয়েছে দশটি রাজনৈতিক দল৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, ‘‘ওম বিড়লাকে সমর্থনের বিষয়ে আমি কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও কে সুরেশের সঙ্গে কথা বলেছি৷ কিন্তু তাঁরা বিজেপি প্রার্থীকে সমর্থনে রাজি হননি৷’’ তবে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওম বিড়লার জয় কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন: শপথগ্রহণের পর সই করতে ভুললেন রাহুল, নেটদুনিয়ায় কংগ্রেস সভাপতিকে ঘিরে মশকরা]

Advertisement

জানা গিয়েছে, বুধবার হতে চলেছে লোকসভার অধ্যক্ষের নির্বাচন৷ এনডিএ শরিকরা ছাড়াও বিজেপি প্রার্থীকে সমর্থন জানিয়েছে, নবীন পট্টনায়কের বিজেডি এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস৷ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি চন্দ্রবাবু নায়ড়ুর তেলুগু দেশম পার্টি৷ যদিও লোকসভার অধ্যক্ষ হিসাবে বিজেপির অন্দর থেকে একাধিক নাম উঠে আসছিল৷ প্রার্থী হিসাবে উঠে আসছিল বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দীর্ঘদিনের সাংসদ মানেকা গান্ধী এবং পিপি চৌধুরীর নাম। কিন্তু মঙ্গলবার সেই জল্পনায় ইতি পড়ল৷ এদিনই অধ্যক্ষ পদে নিজের মনোনয়ন পেশ করেন রাজস্থানের কোটার দু’বারের সাংসদ ওম বিড়লা।

[ আরও পড়ুন: বিহারে এনসেফেলাইটিসে মৃত্যু মিছিলের মধ্যেই পার্টিতে ব্যস্ত সাংসদ চিরাগ পাসওয়ান! ]

ইতিমধ্যে অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থী ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সুমিত্র মহাজন৷ তিনি জানান, ‘‘ওম বিড়লা জি আমার দীর্ঘদিনের বন্ধু৷ লোকসভার অধ্যক্ষ হিসাবে উনি এনডিএ-র প্রার্থী নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি৷ উনি ইন্ডিয়ান পার্লামেন্টরি গ্রুপের ট্রেজারারের দায়িত্ব সামলেছেন৷ আমার দৃঢ় বিশ্বাস উনি এই দায়িত্বও ভাল ভাবে পালন করবেন৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement