Advertisement
Advertisement
Himanta Biswa Sarma

‘ফিরবে অধিকৃত কাশ্মীর, তৈরি হবে আরও মন্দির’, প্রচারে ৪০০ আসন চেয়ে দাবি হিমন্তের

'আপনারা আসন দিন, আমরা মোঘলদের কুকীর্তি সব সাফ করে দেব', বার্তা হিমন্তের।

BJP needs 400 seats to merge POK, build Hindu temple, says Himanta Biswa Sarma
Published by: Amit Kumar Das
  • Posted:May 15, 2024 10:48 am
  • Updated:May 15, 2024 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে ফের জাতীয়তাবাদ ও ধর্মের বড়ি গেলাতে শুরু করেছে বিজেপি! অন্তত বিজেপি (BJP) নেতাদের নির্বাচনী ভাষণে সেটাই স্পষ্ট। মঙ্গলবার দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ঘোষণা করলেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর (POK)। শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির। এ সবই সম্ভব হবে বিজেপিকে ৪০০ আসনে জেতালে।

পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হর্ষ মালহোত্রার সমর্থনে মঙ্গলবার প্রচারে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই তিনি বলেন, “যখন কংগ্রেসের সরকার ছিল তখন বলা হত কাশ্মীর ভারতেও রয়েছে, কাশ্মীর পাকিস্তানেও রয়েছে। কিন্তু এই বিষয়ে সংসদে কোনওরকম আলোচনা হত না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। তবে গত কয়েকদিন ধরে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। ওখান মানুষ ভারতের পতাকা হাতে আন্দোলন করছেন। এটা সবে শুরু। মোদিজিকে ৪০০ আসনে জয়ী করুন পাক অধিকৃত কাশ্মীর ভারতেই চলে আসবে।”

Advertisement

[আরও পড়ুন: লিফট ছিড়ে ১৮০০ ফুট নিচে, রাজস্থানের খনিতে ভয়াবহ দুর্ঘটনায় হাত-পা ভাঙল অনেকের]

শুধু তাই নয়, মোদি শাসনে দেশে আরও মন্দির তৈরির বার্তা দিয়ে হিমন্ত বলেন, “কংগ্রেস বার বার প্রশ্ন করে ৪০০ আসন কেন দরকার? কারণ যখন আমরা ৩০০ আসন পেয়েছি তখন অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছি। এবার ৪০০ আসন পেলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। এবং জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির। আপনারা আমাদের আসন দিন, আমরা মোঘলদের কুকীর্তি সব সাফ করে দেব।”

[আরও পড়ুন: ভোটের মুখে বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধি, ১৩ মাসে সর্বোচ্চ! পূর্বাভাস জিডিপি নিয়েও]

উল্লেখ্য, চলতি নির্বাচনে বার বার বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ। নরেন্দ্র মোদি এ বিষয়ে কোনও শব্দ উচ্চারণ না করলেও বিজেপি নেতা একাধিকবার প্রচারে জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের কথা। সেখানে চলতে থাকা অশান্তিকে হাতিয়ার দেশের জনগণের মধ্যে এক সম্ভাবনার ছবি তুলে ধরে ভোটবাক্স ভরতে মরিয়া বিজেপি নেতারা। ভোটের মাঝে জাতীয়তাবাদের হাওয়া তুলতে এ সুযোগ বিজেপি কোনওভাবেই হাতছাড়া করতে চায় না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement