Advertisement
Advertisement
Himachal Pradesh

আস্থা নেই শীর্ষ নেতৃত্বের! হিমাচলে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ১১ বিধায়ক

বুধবার ৬২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।

BJP Names Candidates For 62 Seat In Himachal Assembly Election | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 19, 2022 12:00 pm
  • Updated:October 19, 2022 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) আগেই একদফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। বুধবার ৬২ জন প্রার্থীর নাম জানিয়েছে গেরুয়া শিবির। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur) গতবারের মতোই সেরাজ কেন্দ্রে থেকেই লড়বেন। উল্লেখ্য, হিমাচল প্রদেশে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যের মোট ৬৮টি বিধানসভা আসনে।

বুধবারের প্রার্থী ঘোষণা থেকে স্পষ্ট নির্বাচন জিততে কতটা মরিয়া গেরুয়া শিবির। হিমাচল বিজেপির বহু নেতাকে অস্বস্তিতে ফেলে ১১ জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। অন্যদিকে দুই মন্ত্রী সুরেশ ভরদ্বাজ ও রাকেশ পাঠানিয়ার কেন্দ্র বদল করা হয়েছে। শিমলা আরবানের বিধায়ক ভরদ্বাজ এবার লড়বেন কুসুমটি থেকে, অন্যদিকে নূরপুরের বদলে পার্শ্ববর্তী বিধানসভা ফতেপুরে দাঁড়াবেন পাঠানিয়া।

Advertisement

[আরও পড়ুন: ৪ বছরের শিশুকন্যাকে দু’মাস ধরে যৌন নির্যাতন! গ্রেপ্তার প্রধান শিক্ষকের গাড়ির চালক]

হিমাচলে বিজেপির এবারের প্রার্থী তালিকায় শিক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকার ৬২ জন প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশ স্নাতক বা স্নাতকোত্তর। এছাড়াও তালিকায় রয়েছেন পাঁচজন মহিলা প্রার্থী। শিডিউল কাস্ট বা জনজাতি গোষ্ঠী থেকে ১১জন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে উপজাতি গোষ্ঠী থেকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে আটজনকে।

[আরও পড়ুন: ভোট কেনার চেষ্টা? নির্বাচনের আগে বিজেপি নেত্রীর গাড়িতে টাকার পাহাড়]

১১ জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৭ সালের নির্বাচনে হারের কারণে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধূমলকেও (Prem Kumar Dhumal) টিকিট দেওয়া হয়নি। এদিকে আসন্ন হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে ৪৬ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। আজ দলের সভাপতি নির্বাচনের ডামাডোলের আগে ৪৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ ডিসেম্বর ভোট গণনা হবে। বর্তমান রাজ্যে ধীরে ধীরে প্রচার প্রক্রিয়ায় গতি বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement