সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় নারকীয় হত্যাকাণ্ড! বিজেপির মুসলিম নেতাকে হাতুড়ি দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলোয়ার জেলা। মৃত বিজেপি নেতার নাম ইয়াসিন খান। জানা গিয়েছে, জয়পুরের দিকে যাওয়ার সময় তাঁর গাড়ি আটকায় দুষ্কৃতীরা। এর পর লাঠি ও হাতুড়ি নিয়ে তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ। ব্যাপক মারধরের পর দুষ্কৃতীরা চম্পট দিলে স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। যদিও তাঁকে বাঁচানো যায়নি।
জানা গিয়েছে, নিজের গাড়িতে জয়পুরের দিকে যাওয়ার সময় নারায়ণপুরের বিজয়পুরা গ্রামের কাছে হঠাৎ একটি গাড়ি ইয়াসিনের গাড়িকে ওভারটেক করে আড়াআড়িভাবে রাস্তা আটকায়। এর পর সেই গাড়ি থেকে অন্তত ১২ জন নেমে এসে লোহার রড়, হাতুড়ি, লাঠি দিয়ে বেপরোয়াভাবে মারধর করে ইয়াসিনকে। কার্যত মৃতপ্রায় অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্তরা। ওই অবস্থায় স্থানীয়রা বিজেপি নেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে ইয়াসিন জানান, ‘থর’ ও ‘স্করপিয়’ দুটি গাড়ি নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। রাস্তা আটকে মারা হয় তাঁকে।
হামলার খবর পাওয়ার পরই স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন। দুষ্কৃতীদের পাকড়াও করতে রাস্তাতে শুরু হয়েছে নাকা চেকিং। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানা যাচ্ছে, পুরানো কোনও শত্রুতার জেরেই এই নৃশংস হামলা চালানো হয়। শেষে ইয়াসিন মারা গিয়েছে ভেবে তাঁকে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা। শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
জানা যাচ্ছে, পাঞ্জাবে বিজেপির সংখ্যালঘু সেলের দাপুটে নেতা ইয়াসিন খান। জেলার কুস্তি সংগঠনের সভাপতি হওয়ার পাশাপাশি তিনি নিউ আলোয়ার বাহিনী বিকাশ সমিতি ও অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের (শহর) অধ্যক্ষ ছিলেন তিনি। বিজেপি শাসিত রাজস্থানে এভাবে দলেরই সংখ্যালঘু সেলের নেতা খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.