Advertisement
Advertisement

Breaking News

BJP MP

ফড়ণবিসের আমলে সেনা অফিসারকে খুনের চেষ্টা করেছিলেন বিজেপি সাংসদ, অভিযোগ কংগ্রেসের

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই ব্যক্তির বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ তাদের।

BJP MP tried to get army veteran killed during Fadnavis' tenure

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:September 13, 2020 1:14 pm
  • Updated:September 13, 2020 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিতর্কিত কার্টুন পোস্ট করার জেরে প্রাক্তন নৌসেনা কর্তা মদন শর্মাকে বেধড়ক মারধর করেছে শিব সেনার সদস্যরা। এই ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এর মাঝেই দেবেন্দ্র ফড়ণবিসের শাসনকালে মহারাষ্ট্রের এক বিজেপি সাংসদ প্রাক্তন সেনা আধিকারিককে খুনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ জানাল কংগ্রেস।

রবিবার এপ্রসঙ্গে একাধিক টুইট করেন মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত (Sachin Sawant)। প্রথম টুইটে বিজেপিকে কটাক্ষ করে উল্লেখ করেন, ‘২০১৬ সালে দেবেন্দ্র ফড়ণবিসের শাসনকালে চাল্লিশগাঁও (Chalisgaon) -এর বিজেপি সাংসদ উন্মেষ পাটিলের নির্দেশে প্রাক্তন সেনা আধিকারিক সোনু মহাজনকে খুনের চেষ্টা হয়েছিল। তিন বছর কোনও বিচার হয়নি। ওই সেনা কর্তার পরিবারের তরফে বম্বে হাই কোর্টে একটি মামলা দায়ের হলে ২০১৯ সালে এফআইআর করার নির্দেশ দেয় আদালত।  কিন্তু, তারপরও আজ পর্যন্ত নিজেদের দলের সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি।’

[আরও পড়ুন: যোগাসন, প্রাণায়াম, চবনপ্রাশ! সুস্থ থাকতে করোনাজয়ীদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের ]

মুম্বইকে অপমান করার চেষ্টা হচ্ছে বলে দাবি করে অন্য একটি টুইটে তিনি প্রশ্ন তোলেন, ‘কেন বিজেপি ওই সাংসদকে বাঁচাচ্ছে যিনি প্রাক্তন সেনা আধিকারিককে খুন করার চেষ্টা করেছিলেন? কখন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোনু মহাজনের (Sonu Mahajan) পরিবারের সঙ্গে দেখা করে সঠিক বিচার হবে বলে প্রতিশ্রুতি দেবেন? অভিযুক্ত একজন সাংসদ বলে এখনও পর্যন্ত পুলিশও তাঁকে গ্রেপ্তার করেনি। আমাদের প্রাক্তন জওয়ানকে সুবিচার দেওয়ার জন্য এই মামলাটি মহা বিকাশ আগাড়ি সরকারের নিয়ন্ত্রণে আনা হবে।’

[আরও পড়ুন: ‘করোনা কালে দুর্গাপজো সারুন নমঃ নমঃ করে’, নিদান বিজেপি শাসিত অসমের স্বাস্থ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement