সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দলের ঘোষণা করেছেন মাত্র৷ এখনও রাজনীতির রাস্তা অনেক দূর৷ কিন্তু তার আগেই বিজেপি সাংসদের তোপের মুখে পড়লেন রজনীকান্ত৷ তাঁকে অশিক্ষিত বলেই বিরোধিতারও নান্দীমুখ করলেন বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷
[ নতুন দল গড়ে রাজনীতিতে পা, ঘোষণা রজনীকান্তের ]
জল্পনা বহুদিনের৷ রবিবার ভক্তদের সামনে এসে তার অবসান ঘটান তালাইভা৷ জানিয়ে দেন, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন৷ ক্ষমতার ব্যবহার করে রাজনীতির নামে সাধারণ মানুষের টাকা লুটছে কতিপয় নেতা৷ গোটা রাজ্যের রাজনীতির যে বেহাল অবস্থা তা নিয়ে দেশে মশকরার বিষয়ে পরিণত হচ্ছে তামিলনাড়ু৷ এমত পরিস্থিতি তিনি যদি রাজনীতিতে পা না রাখতেন তবে তা অপরাধ হত৷ তাই দাক্ষিণাত্যের রাজনীতি শোধনের অঙ্গীকার নিয়েই নতুন দল গড়ার ঘোষণা রজনীকান্তের৷ শুধু তাই নয় আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে প্রার্থী দিয়ে যে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে তাও জোর গলায় ঘোষণা করেছেন৷ তাঁর আত্মপ্রত্যয়ী স্বর বুঝিয়ে দিয়েছে, এ ফাঁকা আওয়াজ নয়। রীতিমতো আটঘাট বেঁধেই আসরে নেমেছেন তিনি৷
Let him announce political party name and candidates and then I will expose him: Subramanian Swamy,BJP on #Rajinikanth pic.twitter.com/7rgIFvj1Ky
— ANI (@ANI) December 31, 2017
এই ঘোষণা হওয়া মাত্র তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী৷ জানিয়ে দিলেন, “রজনী সবেমাত্র দল গড়বেন তা ঘোষণা করেছেন৷ না বিশদে কিছু জানিয়েছেন, না কোনও নথি পেশ করেছেন৷ উনি অশিক্ষিত৷ খামোখা মিডিয়া হাইপ তুলছেন৷ তামিলনাড়ুর মানুষ বুদ্ধিমান৷ যা বোঝার তা ঠিক বুঝে নেবেন৷” বিজেপি সাংসদের দাবি, একবার দলের নাম আর প্রার্থী ঘোষণার পরই তিনি রজনীর মুখোশ খুলে দেবেন৷
He only announced he is entering politics, had no details or documents, he is illiterate. Its only media hype, people of Tamil Nadu are intelligent: Subramanian Swamy, BJP on #Rajinikanth pic.twitter.com/4dDZWLGxdd
— ANI (@ANI) December 31, 2017
এদিকে সহকর্মীর রাজনীতিতে অভিষেকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কমল হাসান৷ তিনি রজনীকে ভাই হিসেবে সম্বোধন করে জানিয়েছেন, এই পদক্ষেপে তিনি যারপরনাই খুশি৷ কমলের রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও বিস্তর জল্পনা৷ ফলে দুই মহাতারকা এক ছাতার তলায় আসছেন কিনা, তা নিয়েও দাক্ষিণাত্যে জোর জল্পনা৷ পর্দায় বরাবর পরিত্রাতার ভূমিকাতে দেখা যায় রজনীকান্তকে৷ তামিলনাড়ুর রাজনীতি যখন বেশ টালমাটাল জায়গায়, তখন সেই ভূমিকাতেই আসরে নেমেছেন রজনীকান্ত৷ ফলে তাঁর রাজনীতি যে বিজেপিকে কড়া টক্কর দেবে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের৷ রজনী কাঁটায় তামিলনাড়ুতে পদ্ম স্বপ্ন ক্ষতবিক্ষত হতে পারে৷ তাই বোঝহয় আগেভাগেই কাঁটা দিয়ে কাঁটা তোলার শুরুটা করে রাখলেন স্বামী৷ এমনটাই মত রাজনৈতিক মহলের৷
Let him announce political party name and candidates and then I will expose him: Subramanian Swamy,BJP on #Rajinikanth pic.twitter.com/7rgIFvj1Ky
— ANI (@ANI) December 31, 2017
যদিও এসব সমালোচনায় কান দিচ্ছেন না রজনী ভক্তরা৷ তালাইভার ঘোষণার পরই রাজ্যে প্রায় উসবের চেহারা৷ বছরশেষের উদযাপনের সঙ্গে তা মিলেমিশে একাকার৷ অনেকে বলছেন নতুন বছরে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে৷ সোশ্যাল মিডিয়ায় রজনী রসিকতার সঙ্গে সকলেই পরিচিত৷ তার রেশ টেনেই নীতা নামে এক ফ্যান জানাচ্ছেন, ‘আমি বরং বলব রজনী রাজনীতিতে নয় রাজনীতিই রজনীতে পা রাখল৷’
I would like to say politics has entered #Rajinikanth instead of saying #Rajinikanth entered politics : Neeta, fan pic.twitter.com/u57kN1LwjK
— ANI (@ANI) December 31, 2017
[ দেদার মাদক ও দেহ ব্যবসা চলবে না, বর্ষবরণে সংঘ পরিবারের ফতোয়া ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.