Advertisement
Advertisement

বক্তৃতা দিতে গিয়ে ভুলেই গেলেন সুষমা স্বরাজের নাম! নেটদুনিয়া হাসির খোরাক বিজেপি সাংসদ

সমালোচনায় মুখে পড়লেন কানপুরের বিজেপি সাংসদ সত্যাদেব পাচৌরি৷

BJP MP Satyadev Pachauri forget Sushma Swaraj's name during speech
Published by: Tanujit Das
  • Posted:August 11, 2019 1:06 pm
  • Updated:August 11, 2019 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই প্রয়াত হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ চোখের জলে দেশবাসী বিদায় জানিয়েছেন ‘জনগণের বিদেশমন্ত্রী’৷ কিন্তু মৃত্যুর কয়েকদিনের মধ্যেই দলের শীর্ষ নেত্রীর নাম ভুলে গেলেন খোদ বিজেপিরই এক সাংসদ৷ ৩৭০ ধারা অবলুপ্তির বিষয়ে কর্মিসভায় বক্তৃতা দিতে গিয়ে সুষমা স্বরাজের নাম মনে করচে গিয়েই হোঁচট খেলেন তিনি৷ যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অন্দরেই৷ কড়া সমালোচনার মুখে পড়েছেন কানপুরের বিজেপি সাংসদ সত্যাদেব পাচৌরি৷

[ আরও পড়ুন: তিন তালাক, ৩৭০ ধারা অবলুপ্তির পর ধর্মান্তকরণ বিরোধী বিল! প্রস্তুতি শুরু মোদি সরকারের]

Advertisement

জানা গিয়েছে, কেন্দ্রের তৎপরতায় কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি ঘটায় কানপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি৷ যেখানে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন স্থানীয় সাংসদ সত্যাদেব পাচৌরি৷ দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি৷ এরপর বক্তব্য পেশ করতে ওঠেন ‘গুণধর’ সাংসদ৷ এবং তিনি যা বলেন, তাতে হতবম্ভ হয়ে যায় উপস্থিত জনগণ৷ মঞ্চে দাঁড়িয়ে সত্যাদেব বলেন, ‘‘এই ৩৭০ ধারা অবলুপ্তি ঘটানোর বিষয়ে সবথেকে প্রথমে…শ্রীমতি…কী নাম তাঁর যাঁর মৃত্যু হল?’’ পাশ থেকে তাঁকে সদ্য প্রয়াত সুষমা স্বরাজের নাম বলে দেন এক কর্মী৷ এরপর নিজের কথাটি সম্পূর্ণ করেন সাংসদ৷ বলেন, ‘‘সুষমা স্বরাজ প্রথম এই দাবি করেছিলেন৷’’ এই প্রসঙ্গে সুষমা স্বরাজের শেষ টুইটের কথাও উল্লেখ করেন তিনি৷ কিন্তু দলের একজন সাংসদ, সদ্য প্রয়াত শীর্ষ নেত্রীর নাম ভুলে যাওয়াও সভায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেই ক্ষোভের সঞ্চার হয়৷

[ আরও পড়ুন: ‘কথা বলা কম্পিউটার’ তৈরি সম্ভব হবে সংস্কৃতের দৌলতেই, মন্তব্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর ]

প্রসঙ্গত, হৃদরোগে আক্রন্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির এইমসে ভরতি হন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু রাত ১০টা ৫০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ শোকের ছায়া নেমে আসে গোটা রাজনৈতিক মহলে৷ পরোপকারী সুষমার অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেন দেশ-বিদেশের মানুষজন৷ দু’দেশের মধ্যে উত্তেজনার পরিবেশ বজায় থাকলেও বাগ্মি সুষমার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন পাক নেটিজেনদেরও একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement