দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৯ লক্ষ ৮৩৯২। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪১ হাজার ৩১৬ জনের। ভারতেও আক্রান্ত ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭৩ জন। মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫৬,৭৬৬ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৬ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.০৪: গিরিডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। গিরিডি থেকে সড়কপথে যাচ্ছিলেন ধানবাদে। সেখান থেকে তাঁর দিল্লিতে ফেরার ট্রেন ধরার কথা ছিল। কিন্তু কোভিড বিধি না মেনে রাস্তায় বেরনোর জন্য তাঁকে আটক করল ঝাড়খণ্ড পুলিশ। সাংসদকে পাঠানো হল ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে। ধানবাদ জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার শনিবার একথা জানিয়েছেন।
রাত ১১: ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত ১,২৯৯ জন।
Jharkhand reports 1,299 new #COVID19 cases and 8 deaths, taking total cases to 37,112 including 25,216 recoveries and 398 deaths. Number of active cases stands at 11,498: State Health Department pic.twitter.com/KYdCSVXzQk
— ANI (@ANI) August 29, 2020
রাত ১০.৫১: মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত ১,৪৪২ জন।
1,442 new #COVID19 cases and 22 deaths reported in Madhya Pradesh today. The total number of cases now at 60,875 including 13,117 active cases, 46,413 recoveries and 1,345 deaths: State Health Department pic.twitter.com/Pj1BgAvUUU
— ANI (@ANI) August 29, 2020
রাত ১০.৪৪: মাত্র ২০ সেকেন্ড করে প্রত্যেক স্টেশনে থামবে মেট্রো, জানাল কোচি মেট্রো রেল লিমিটেড।
The train will stop for 20 seconds at each station, and open the doors of the train in this time for air circulation. Seats for passengers are marked inside the train, keeping the social distance: KMRL #Kerala https://t.co/wAYgwCdY0d
— ANI (@ANI) August 29, 2020
রাত ১০.৪৩: আনলক ফোরের গাইডলাইন অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে মিলবে কোচি মেট্রো পরিষেবা।
As part of #Unlock4 guidelines by Centre, Kochi Metro services to resume operations from Sept 7. In the first phase, the service will run at intervals of 20 minutes from 7 am to 8 pm. The service is in full compliance with #COVID19 standards: Kochi Metro Rail Limited (KMRL)
— ANI (@ANI) August 29, 2020
রাত ১০.০১: NEET-JEE পিছনোর দাবি কলকাতার রাজপথে মিছিল SFI-এর।
West Bengal: Students’ Federation of India (SFI), All India Students Association (AISA) and other students’ organisation stage protest in Kolkata, against Centre’s decision to conduct JEE & NEET examinations in September. pic.twitter.com/PdQwSyh1Dh
— ANI (@ANI) August 29, 2020
রাত ৯.৫৫: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৪০৭ জন।
Rajasthan reports 1,407 new #COVID19 cases and 13 deaths, taking the total positive cases and deaths in the state to 78,777 and 1,030 respectively. Total active cases in the state are 14,776: State Health Department pic.twitter.com/xAPvk8YVJh
— ANI (@ANI) August 29, 2020
রাত ৯.৪২: সিকিমে আক্রান্ত আরও ২৬ জন।
26 new #COVID19 positive cases recorded in Sikkim, taking the total positive cases to 1,602 including 404 active cases, 1,195 discharges and 3 deaths: Sikkim Health Department
— ANI (@ANI) August 29, 2020
রাত ৯.৩৯: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৫৪ জন।
Himachal Pradesh records 54 new #COVID19 positive cases, taking the total number of positive cases to 5,781 including 1,439 active cases, 4,266 recoveries and 32 deaths: State Health Department pic.twitter.com/oBawIqPxSd
— ANI (@ANI) August 29, 2020
রাত ৯.৩৫: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ১০ হাজার ৫৪৮ জন।
Andhra Pradesh reports 10,548 new #COVID19 cases and 81 deaths in the last 24 hours. Total cases at 4,14,164. Number of active cases and deaths stand at 97,681 and 3,796 respectively: State Health Department pic.twitter.com/EfRvelQIZs
— ANI (@ANI) August 29, 2020
রাত ৯.৩১: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৮ হাজার ৩২৫ জন।
Karnataka detects 8,324 fresh #COVID19 positive cases & 115 deaths in the last 24 hours, taking the total positive cases to 3,27,076 including 5,483 deaths, 2,35,128 discharges and 86,446 active cases: State Health Department pic.twitter.com/JeBtuSSmnt
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.৪৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।
রাত ৮.৪০: মাস্ক না পরার দায়ে জরিমানা খাতে ১ কোটি ৭১ লক্ষ টাকা আয় করেছে পাঞ্জাব পুলিশ।
Under the ‘Mission Fateh’ initiated by CM, the Commissionerate Police have so far issued 35,521 challans to people who were not wearing mask & imposed fine of Rs 1.71 crores on violators of COVID19 guidelines since March 23: District Public Relations Office, Jalandhar. #Punjab
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.২৭: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ৬৫৮ জন।
658 new #COVID19 cases detected in the state today. The total number of positive cases in the state is now 18,571 including 5,735 active cases, 12,524 recoveries and 250 deaths: Uttarakhand Health Department pic.twitter.com/EXjbWQ2EFU
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.২৫: পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবরে করোনা বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত প্রশাসন।
Union secretaries of Home & Health jointly reviewed measures for containing the spread of COVID-19 in Union Territories of Puducherry, Lakshadweep, Andaman & Nicobar Islands & Dadra & Nagar Haveli & Daman & Diu, in a virtual meeting held today: Home Ministry
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.২৪: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১৬ হাজার ৮৬৭ জন।
16,867 new #COVID19 cases, 11,541 discharges and 328 deaths reported in Maharashtra today. The total number of positive cases now stands at 7,64,281 including 1,85,131 active cases, 5,54,711 recoveries and 24,103 deaths: State Health department pic.twitter.com/M3rF0IULAI
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.২৩: কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে আনলক ফোরের গাইডলাইন যাতে মানা হয় সেই সংক্রান্ত চিঠি লিখেছেন।
Union Home Secretary Ajay Bhalla writes to all chief secretaries of states/UTs to direct authorities for strict compliance of #Unlock4 guidelines. pic.twitter.com/gqqtos0Qbg
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.২১: পাঞ্জাবে নতুন করে আক্রান্ত ১ হাজার ৪৭৪ জন।
Punjab reports 1,474 new COVID-19 cases, 1,083 recoveries and 41 deaths, taking total cases to 50,848 including 34,091 recoveries and 1,348 deaths. Number of active cases stands at 15,409: State Health Department pic.twitter.com/t0bZhqRsm9
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.১০: কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে দিল্লিতে চলবে মেট্রো, জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
As per #Unlock4 guidelines, Delhi Metro will resume its services for public from September 7 in a calibrated manner. Further details on the Metro functioning and its usage by the general public will be shared once the detailed SOP on Metros is issued: Delhi Metro Rail Corporation https://t.co/TB1aevteYu
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮.০২: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে শনিবার ১৫ হাজার ৪০৭ জনের।
6,597 RTPCR/CBNAAT/TrueNat tests and 15,407 Rapid antigen tests conducted today. So far, 15,48,659 tests have been conducted so far & Tests Per Million (TPM) stands at 81,508: Health Department, Government of Delhi https://t.co/AEWULFhA6y
— ANI (@ANI) August 29, 2020
রাত ৮: দিল্লিতে নতুন করে আক্রান্ত ১ হাজার ৯৪৫ জন।
Delhi reports 1,945 new #COVID19 cases and 15 deaths, taking the total number of positive cases in the national capital to 1,71,366 including 1,52,922 recoveries, 14,040 active cases and 4,404 deaths: Health Department pic.twitter.com/QdHMuhpelk
— ANI (@ANI) August 29, 2020
সন্ধে ৭.৫৩: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি লকডাউন।
#Unlock4: Lockdown shall continue to be implemented strictly in the containment zones till September 30. https://t.co/029QQHOnNx
— ANI (@ANI) August 29, 2020
সন্ধে ৭টা: মণিপুরে আক্রান্ত হলেন আরও ১১৭ জন। মৃত্যু হয়েছে একজনের। এর ফলে মোট আক্রান্ত সংখ্যা হল ৫, ৯৬০।
Manipur detects 1 death and 117 new cases of #COVID19 infection, taking the total number of positive cases to 5,960, including 1,746 active cases, 4,186 recoveries and 28 deaths: State Health Department pic.twitter.com/5U4GLHlgcl
— ANI (@ANI) August 29, 2020
সন্ধে ৬.৫০: হিমাচলে নতুন করে আক্রান্ত ৩৪ জন। মোট আক্রান্ত হলেন ৫,৭৩০।
সন্ধে ৬.৩০: ওনাম উৎসবে করা যাবে না কোনও রকমের জমায়েত। স্বাস্থ্যবিধি মেনে ছোট আকারে এই উৎসব পালনের আহ্বান জানালেন পিনারাই বিজয়ন।
Onam festival is taking place this year, when state is witnessing a spike in #COVID19 cases. It is a festival that gives hope for the future. We should celebrate it following all COVID-19 protocol. All public gatherings and public celebrations should be avoided: Kerala CM https://t.co/0pMPis5xob
— ANI (@ANI) August 29, 2020
সন্ধে ৬.২০: কেরলে আক্রান্ত আরও ২৩৯৭ জন। মৃত্যু হয়েছে ৬। এখনও পর্যন্ত রাজ্যে ২৩ হাজার ২৭৭ জন চিকিৎসাধীন বলে জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
2,397 new #COVID19 cases & 6 deaths reported in Kerala today. There are 23,277 active cases in the state now: Kerala Chief Minister Pinarayi Vijayan pic.twitter.com/9oiT93KAS4
— ANI (@ANI) August 29, 2020
সন্ধে ৬ টা: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৫৪৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩৬ হাজার ৩৭৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।
546 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 214 from Jammu division and 332 from Kashmir division. Total number of cases now at 36,377 including 7,672 active cases, 28,020 recoveries and 685 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/oC9RnoWfEV
— ANI (@ANI) August 29, 2020
বিকেল ৪.১০:দেশে মাত্র ০.২৯ শতাংশ আক্রান্ত ভেন্টিলেশনে, ১.৯৩ শতাংশ আইসিইউতে ও ২.৮৮ শতাংশ অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন বলে জানানো হলে কেন্দ্রের তরফে।
দুপুর ৩.১০: সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছনোর পরেই আইপিএলের সঙ্গে যুক্ত সবাইকার নমুনা পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। ২০ থেকে ২৮ আগস্টের মধ্যে মোট ১৯৮৮টি আরটি-পিসিআর টেস্ট হয়। তাতে ১৩ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গিয়েছে। যার মধ্যে ২ জন খেলোয়াড় বলে জানানো হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।
Upon landing in the UAE, all IPL participants have followed a mandatory testing & quarantine programme. Total of 1,988 RT-PCR COVID tests were carried out between August 20th – 28th. 13 personnel have tested positive of which 2 are players: Board of Control for Cricket in India pic.twitter.com/rXWwSV6T2O
— ANI (@ANI) August 29, 2020
দুপুর ২.২০: তামিলনাড়ুতে করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত রাজ্য সরকার ৭,১৬২ কোটি টাকা খরচ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী।
Tamil Nadu: Chief Minister Edappadi K Palaniswami held a meeting with all District Collectors of the State via video conference earlier today. He said, “State Government has spent 7,162 crores till now to combat #COVID19.” pic.twitter.com/fkviq5KBuo
— ANI (@ANI) August 29, 2020
দুপুর ১.৩০: দেশজুড়ে নমুনা পরীক্ষার সংখ্যা পেরল ৪ কোটির গণ্ডি। আজ পর্যন্ত ৪ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
দুপুর ১.১০: আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সতীশ মাহনা।
দুপুর ১টা: দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে চলছে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।
Delhi: Group of Ministers (GoM) meeting under the chairmanship of Union Health Minister Dr Harsh Vardhan on #COVID19 is underway. External Affairs Minister Dr S Jaishankar and Union Civil Aviation Minister Hardeep Singh Puri present at the meeting. pic.twitter.com/icn46CxJVY
— ANI (@ANI) August 29, 2020
দুপুর ১২.৩০: দীপক চাহারের পর আক্রান্ত হলেন চেন্নাই সুপার কিংসের আরও একজন খেলোয়াড় ঋতুরাজ গায়কোয়াড়।
দুপুর ১২.২০: আগের থেকে উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। বর্তমানে ফুসফুসে হওয়া সংক্রমণের চিকিৎসা চলছে।
Former President Pranab Mukherjee (in file pic) is being treated for lung infection. His renal parameters have improved. He continues to be in deep coma and on ventilator support. He remains haemodynamically stable: Army Hospital (R&R), Delhi Cantonment pic.twitter.com/a2T9qc24YG
— ANI (@ANI) August 29, 2020
সকাল ১০.২৫: আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি বংশীধর ভগত।
Uttarakhand BJP Chief Bansidhar Bhagat tests positive for #COVID19. pic.twitter.com/bGKIzu9ecu
— ANI (@ANI) August 29, 2020
সকাল ১০.০৫: সংক্রমণ রুখতে প্রয়াগরাজে চলছে উইকএন্ড লকডাউন।
Weekend lockdown being observed in Prayagraj to curb the spread of #COVID19. pic.twitter.com/PO1FdSTNj3
— ANI UP (@ANINewsUP) August 29, 2020
সকাল ৯.৪৫: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৭৬ হাজার ৪৭২। মৃত ১০২১।
India’s #COVID19 case tally crosses 34 lakh mark with a spike of 76,472 new cases & 1,021 deaths in the last 24 hours.
COVID-19 case tally in the country stands at 34,63,973 including 7,52,424 active cases, 26,48,999 cured/discharged/migrated & 62,550 deaths: Health Ministry pic.twitter.com/uDp0L32KpO
— ANI (@ANI) August 29, 2020
সকাল ৮.৪৫: মাস্ক ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই চালান কাটছে দিল্লি পুলিশ।
Delhi: Police issue challans to people found travelling without wearing masks. #COVID19 pic.twitter.com/BYgPcNdJ0V
— ANI (@ANI) August 29, 2020
সকাল ৮.৩০: দেশজুড়ে সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজারের বেশি।
সকাল ৮টা: যে শহরগুলিতে পরীক্ষা হবে সেখানে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কোনও লকডাউন হবে না। জানাল ওড়িশা সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.