Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

কোভিড বিধি না মেনে রাস্তায়, জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হল বিজেপি সাংসদ সাক্ষী মহারাজকে

গিরিডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ।

BJP MP Sakshi Maharaj put under 14-day home quarantine
Published by: Soumya Mukherjee
  • Posted:August 29, 2020 9:12 am
  • Updated:August 30, 2020 8:23 am  

দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৯ লক্ষ ৮৩৯২। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪১ হাজার ৩১৬ জনের। ভারতেও আক্রান্ত ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭৩ জন। মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫৬,৭৬৬ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৬ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১.০৪: গিরিডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। গিরিডি থেকে সড়কপথে যাচ্ছিলেন ধানবাদে। সেখান থেকে তাঁর দিল্লিতে ফেরার ট্রেন ধরার কথা ছিল। কিন্তু কোভিড বিধি না মেনে রাস্তায় বেরনোর জন্য তাঁকে আটক করল ঝাড়খণ্ড পুলিশ। সাংসদকে পাঠানো হল ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে। ধানবাদ জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার শনিবার একথা জানিয়েছেন।

Advertisement

রাত ১১: ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত ১,২৯৯ জন।

রাত ১০.৫১: মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত ১,৪৪২ জন।

রাত ১০.৪৪: মাত্র ২০ সেকেন্ড করে প্রত্যেক স্টেশনে থামবে মেট্রো, জানাল কোচি মেট্রো রেল লিমিটেড।

রাত ১০.৪৩: আনলক ফোরের গাইডলাইন অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে মিলবে কোচি মেট্রো পরিষেবা।

রাত ১০.০১: NEET-JEE পিছনোর দাবি কলকাতার রাজপথে মিছিল SFI-এর।

রাত ৯.৫৫: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৪০৭ জন।

রাত ৯.৪২: সিকিমে আক্রান্ত আরও ২৬ জন।

রাত ৯.৩৯: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৫৪ জন।

রাত ৯.৩৫: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ১০ হাজার ৫৪৮ জন।

রাত ৯.৩১: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৮ হাজার ৩২৫ জন। 

রাত ৮.৪৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।

রাত ৮.৪০: মাস্ক না পরার দায়ে জরিমানা খাতে ১ কোটি ৭১ লক্ষ টাকা আয় করেছে পাঞ্জাব পুলিশ।

রাত ৮.২৭: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ৬৫৮ জন।

রাত ৮.২৫: পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবরে করোনা বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত প্রশাসন।

রাত ৮.২৪: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১৬ হাজার ৮৬৭ জন।

রাত ৮.২৩: কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে আনলক ফোরের গাইডলাইন যাতে মানা হয় সেই সংক্রান্ত চিঠি লিখেছেন।

রাত ৮.২১: পাঞ্জাবে নতুন করে আক্রান্ত ১ হাজার ৪৭৪ জন।

রাত ৮.১০: কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে দিল্লিতে চলবে মেট্রো, জানাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাত ৮.০২: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে শনিবার ১৫ হাজার ৪০৭ জনের।

রাত ৮: দিল্লিতে নতুন করে আক্রান্ত ১ হাজার ৯৪৫ জন।

সন্ধে ৭.৫৩: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনে জারি লকডাউন। 

সন্ধে ৭টা: মণিপুরে আক্রান্ত হলেন আরও ১১৭ জন। মৃত্যু হয়েছে একজনের। এর ফলে মোট আক্রান্ত সংখ্যা হল ৫, ৯৬০।

সন্ধে ৬.৫০: হিমাচলে নতুন করে আক্রান্ত ৩৪ জন। মোট আক্রান্ত হলেন ৫,৭৩০।

সন্ধে ৬.৩০: ওনাম উৎসবে করা যাবে না কোনও রকমের জমায়েত। স্বাস্থ্যবিধি মেনে ছোট আকারে এই উৎসব পালনের আহ্বান জানালেন পিনারাই বিজয়ন।

সন্ধে ৬.২০: কেরলে আক্রান্ত আরও ২৩৯৭ জন। মৃত্যু হয়েছে ৬। এখনও পর্যন্ত রাজ্যে ২৩ হাজার ২৭৭ জন চিকিৎসাধীন বলে জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সন্ধে ৬ টা: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৫৪৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩৬ হাজার ৩৭৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।

বিকেল ৪.১০:দেশে মাত্র ০.২৯ শতাংশ আক্রান্ত ভেন্টিলেশনে, ১.৯৩ শতাংশ আইসিইউতে ও ২.৮৮ শতাংশ অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন বলে জানানো হলে কেন্দ্রের তরফে।

দুপুর ৩.১০: সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছনোর পরেই আইপিএলের সঙ্গে যুক্ত সবাইকার নমুনা পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। ২০ থেকে ২৮ আগস্টের মধ্যে মোট ১৯৮৮টি আরটি-পিসিআর টেস্ট হয়। তাতে ১৩ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গিয়েছে। যার মধ্যে ২ জন খেলোয়াড় বলে জানানো হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

দুপুর ২.২০: তামিলনাড়ুতে করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত রাজ্য সরকার ৭,১৬২ কোটি টাকা খরচ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী।

দুপুর ১.৩০: দেশজুড়ে নমুনা পরীক্ষার সংখ্যা পেরল ৪ কোটির গণ্ডি। আজ পর্যন্ত ৪ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

দুপুর ১.১০: আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সতীশ মাহনা।

দুপুর ১টা: দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে চলছে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।

দুপুর ১২.৩০: দীপক চাহারের পর আক্রান্ত হলেন চেন্নাই সুপার কিংসের আরও একজন খেলোয়াড় ঋতুরাজ গায়কোয়াড়।

দুপুর ১২.২০: আগের থেকে উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। বর্তমানে ফুসফুসে হওয়া সংক্রমণের চিকিৎসা চলছে।

সকাল ১০.২৫:  আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি বংশীধর ভগত।

সকাল ১০.০৫: সংক্রমণ রুখতে প্রয়াগরাজে চলছে উইকএন্ড লকডাউন।

সকাল ৯.৪৫: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৭৬ হাজার ৪৭২। মৃত ১০২১।

সকাল ৮.৪৫: মাস্ক ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই চালান কাটছে দিল্লি পুলিশ।

সকাল ৮.৩০: দেশজুড়ে সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজারের বেশি।

সকাল ৮টা: যে শহরগুলিতে পরীক্ষা হবে সেখানে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কোনও লকডাউন হবে না। জানাল ওড়িশা সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement