Advertisement
Advertisement

Breaking News

Ravi Kishan

‘কংগ্রেস আগে জন্মনিয়ন্ত্রণ বিল আনলে আমার এত সন্তান হত না’, রবি কিষেণের মন্তব্যে বিতর্ক

এক আলোচনা চক্রে এমন মন্তব্য করেছেন বিজেপির তারকা সাংসদ।

BJP MP Ravi Kishan said that he would have had fewer children had the Congress government introduced a law earlier | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 10, 2022 6:17 pm
  • Updated:December 10, 2022 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার সন্তান তাঁর। এদিকে লোকসভায় পেশ করছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের বিল। তা নিয়ে প্রশ্ন উঠতেই কংগ্রেসকে দুষলেন ভোজপুরি তারকা তথা বিজেপি সাংসদ রবি কিষেণ (Ravi Kishan)। তাঁর যুক্তি, কংগ্রেস সরকার জন্মনিয়ন্ত্রণ বিল আগে আনলে এমনটা কখনও হত না।

Ravi-Kishan Family

Advertisement

ভোজপুরী সুপারস্টার রবি কিষেণ। বলিউডেও তাঁর বেশ কদর রয়েছে। রিয়ালিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী হওয়ার পাশাপাশি একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন রবি। তাতে জিতেই হয়েছেন সাংসদ (BJP MP)। সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন রবি কিষেণ। সেখানেই তাঁকে জন্মনিয়ন্ত্রণ বিল পেশ করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালিকা।

[আরও পড়ুন: গ্রেপ্তারির ব্যাখ্যা না দিলে আদালতে যাব, মুক্তির পরই গুজরাট প্রশাসনকে হুঁশিয়ারি সাকেতের]

নিজে চার সন্তান থাকা সত্ত্বেও রবি কিষেণ জনসংখ্যা নিয়ন্ত্রণের বিল পেশ করছেন। তা নিয়ে নানা মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সে বিষয়েই বিজেপির তারকা সদস্যের কাছে প্রতিক্রিয়া চান সঞ্চালিকা। তাঁর উত্তরে প্রথমে নিজের স্ত্রীর শারীরিক সমস্যার কথা জানাতে থাকেন অভিনেতা। বলেন, প্রতি সন্তানের জন্মের পর তাঁর স্ত্রীর শরীর দুর্বল হতে থাকে। এর জন্য তাঁর বেশ খারাপ লাগত।

Ravi-Kishan-modi

রবির কথার মাঝেই আচমকা সঞ্চালিকা বলে ওঠেন, “লোকজন তো তাহলে বলবেন, নিজের বেলায় তো করে ফেলেছেন পরের বেলায় বিধিনিষেধ আরোপ করছেন?” এতেই উত্তেজিত হয়ে রবি কিষেণ বলেন, “আরে ভাই কংগ্রেস আগে আনলে আমি থেমে যেতাম। বুঝতে পারছেন তো?” অভিনেতা তথা সাংসদের এই মন্তব্যে হাসির রোল ওঠে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা নিয়েই আবার শুরু হয়ে যায় চর্চা।  

[আরও পড়ুন: বাগদানের দিন প্রায় ১০০ জন মিলে তরুণী চিকিৎসককে অপহরণ! বাড়ি ভাঙচুর, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement