Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানের নির্বাচনে নজর পাকিস্তানের! বিজেপি সাংসদের দাবি ঘিরে বিতর্ক

আগামী ২৫ নভেম্বর নির্বাচন শুরু রাজস্থানে।

BJP MP Ramesh Bidhuri claimed, Pakistan keeping an eye on Rajasthan's elections। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 16, 2023 4:14 pm
  • Updated:November 16, 2023 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়েছিল সম্প্রতি। এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি। রাজস্থানে এক জনসভায় তাঁকে দাবি করতে দেখা গেল, পাকিস্তান মরুরাজ্যের নির্বাচনের দিকে চোখ রেখেছে। বিশেষ করে টঙ্ক আসনটির প্রতি নাকি আলাদা করে নজর রয়েছে ইসলামাবাদের। আগামী ২৫ নভেম্বর নির্বাচন শুরু রাজস্থানে।

উল্লেখ্য, টঙ্ক কেন্দ্র থেকে লড়ছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। সেখানকার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়েই এমন দাবি করেন রমেশ বিধুরি। তিনি বলেন, ”গোটা দেশের মতো, পাকিস্তানও কিন্তু নজর রেখেছে রাজস্থানের নির্বাচনের দিকে। লাহোর লক্ষ করবে টঙ্কের আসনে কী হয়। আমাদের নিশ্চিত করতে হবে যেন নির্বাচনের পরে লাহোরে লাড্ডু বিতরণ না শুরু হয়।” এখানেই শেষ নয়। বিধুরির দাবি, হামাসের মতো জঙ্গি গোষ্ঠীও রাজস্থানের নির্বাচনের দিতে নজর রাখবে।

Advertisement

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

টঙ্ক বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ বিধুরিকে (Ramesh Bidhuri)। আর সেখানকার দায়িত্ব পেয়ে তিনি রাজস্থানের (Rajasthan) সঙ্গে পাকিস্তান (Pakistan) যোগ খুঁজে পাওয়ার দাবি করলেন। প্রসঙ্গত, কয়েক বছর আগে এই ধরনের দাবি করেছিলেন অমিত শাহ। ২০১৫ সালে বিহারে ভোটপ্রচারে এসে শাহ বলেন, ”যদি ভুল করেও বিজেপি হেরে যায়, তাহলে জয়-পরাজয়ের নিষ্পত্তি তো বিহারে হবে। কিন্তু পাকিস্তানে বাজি ফাটবে।”

এদিকে এর আগে লোকসভায় অশালীন মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরি। চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বার বার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পালটা দাবি করেন, দানিশ প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলে কটাক্ষ করেছিলেন। আর তার পরই বিধুরি মুখ খোলেন।

[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement