ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনাকে ‘ধর্মীয় আক্রমণ’ বলে নিশানা করে এবার সুর চড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই ঘটনার জেরে সংবিধানের ২৬, ২৭, ২৮ ও ২৯ নম্বর ধারা প্রত্যাহারের দাবি জানালেন তিনি। স্পষ্ট ভাষায় নিশিকান্তের অভিযোগ, ‘ছদ্মবেশী ধর্ম নিরপেক্ষতা’ ও ‘ভোট ব্যাঙ্কের রাজনীতি’ এই সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী।
জঙ্গি হামলার ঘটনায় নাম না করে অতীতের কংগ্রেস সরকারকে নিশানায় নিয়ে এক্স হ্যান্ডেলে দুবে লেখেন, ‘ধর্মের ভিত্তিতে যখন হিন্দু ও মুসলিমের মধ্যে দেশভাগ হচ্ছিল তখন একটি দল ভোটব্যাঙ্কের রাজনীতিকে মাথায় রেখে হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর পরিকল্পনা করেছিল। পহেলগাঁওয়ে যে ভয়াবহ ঘটনা ঘটেছে এরপর ওদের সামনে এসে বলা উচিত, এই হত্যাকাণ্ড কী ধর্মের ভিত্তিতে নয়? এই সব ‘ধর্মনিরপেক্ষ’ নেতাদের লজ্জা হওয়া উচিত। অধিকৃত কাশ্মীর আমরা ফিরিয়ে আনব, ধৈর্য্য ধরুন। এটা নরেন্দ্র মোদির সরকার, যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।’ এর সঙ্গেই সুর চড়িয়ে তিনি জানান, ‘এখন সময় এসেছে সংবিধানের ২৬ থেকে ২৯ পর্যন্ত ধারাগুলিকে প্রত্যাহার করে নেওয়ার।’
প্রসঙ্গত, বিজেপি সংসদ নিশিকান্ত ডুবে এখানে সংবিধানের যে ধারাগুলি উল্লেখ করেছেন তার সব কটি ধর্ম পালনের স্বাধীনতা বিষয়ক।
দেখে নেওয়া যায়, ঠিক কী রয়েছে সংবিধানের ২৬, ২৭, ২৮ ও ২৯ ধারাতে?
অনুচ্ছেদ ২৬: সকল ধর্মকে তাদের ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা।
অনুচ্ছেদ ২৭: কোনও ব্যক্তিকে কোনও নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর দিতে বাধ্য করা যাবে না।
অনুচ্ছেদ ২৮: সরকার দ্বারা পরিচালিত, তবে কোনও দাতা বা অছি দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দেওয়া যেতে পারে।
অনুচ্ছেদ ২৯: সংখ্যালঘু সম্প্রদায়কে তাঁদের ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার।
উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা (Kashmir Terror Attack) ঘটেছে গত মঙ্গলবার। ওইদিন বিকেলে পহেলগাঁওয়ে (Pahalgam ) এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। দাবি করা হচ্ছে, পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হত্যা করা হয়েছে ২৬ জনকে। এই ঘটনায় ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই পাকিস্তানি। একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, লস্কর-ই-তইবা ও আইএসআই-এর নির্দেশেই চালানো হয়েছে এই হত্যাকাণ্ড। এই ঘটনার পর এবার এই ইস্যুতে সরব হলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.