Advertisement
Advertisement

 দেশে খ্রিষ্ট ধর্ম ছড়ানোর চক্রান্তে সামিল মাদার টেরিজা!

হিন্দু ধর্মে রক্ষা নিয়ে বলতে গিয়েই মাদার টেরিজাকে কাঠগড়ায় তোলেন তিনি৷

BJP-MP-Adityanath-calls-Mother-Teresa-part-of-a-conspiracy-for-Christianisation-of-India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 8:00 pm
  • Updated:June 20, 2016 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে খ্রিস্টান ধর্মপ্রধান দেশে পরিণত করার চক্রান্ত করা হয়েছিল৷ আর সে চক্রান্তে সামিল ছিলেন স্বয়ং মাদার টেরিজা৷ এরকমই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ৷

বরাবরই কড়া হিন্দুত্ববাদী নেতারা আক্রমণের নিশানা করেছেন মাদার টেরেজাকে৷ আরএসএস প্রধান মোহন ভাগবতও বেশ কিছুদিন আগে প্রায় একইরকম মন্তব্য করেছিলেন৷  মাদারের সেবা ধর্ম যে আসলে অছিলা, এরকম অভিযোগ এনেছিলেন তিনি৷ একই সুর শোনা গেল আদিত্যনাথের কথাতেও৷ বিজেপির এই সাংসদের দাবি, দেশকে খ্রিষ্টান ধর্মপ্রধান করে তোলার চক্রান্তে ছিলেন মাদার টেরিজাও৷

Advertisement

সম্প্রতি উত্তর প্রদেশের কায়রানা গ্রামে ধর্মীয় আক্রমণের শিকার হয়েছেন হিন্দুরা৷ অখিলেশ যাদবের সরকার তা অস্বীকার করলেও, নির্বাচনের মুখে এই ঘটনাকেই হাতিয়ার করেছে বিজেপি৷  কায়রানা প্রসঙ্গেও এদিন উষ্মা প্রকাশ করেন আদিত্যনাথ৷ হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের পক্ষে সওয়াল করে তাঁর আরও মন্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কেউ আটকাতে পারবে না৷ এই হিন্দু ধর্মে রক্ষা নিয়ে বলতে গিয়েই মাদার টেরেজাকে কাঠগড়ায় তোলেন তিনি৷ যে মাদার সেবা ও শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তাঁর প্রতি এহেন মন্তব্যে তীব্র অপমানজনক বলেই মনে করছে বিভিন্ন মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement