Advertisement
Advertisement
সাক্ষী

গল্পে নয়া টুইস্ট, বিজেপি বিধায়কের মেয়ের বিয়েই হয়নি বলে দাবি মন্দিরের পুরোহিতের

দলিতকে বিয়ে করার মূল্য দিতে হচ্ছে বিধায়ক কন্যাকে?

BJP MLA's daughter was married at Ram Janaki temple, claims priest
Published by: Sulaya Singha
  • Posted:July 14, 2019 9:15 am
  • Updated:July 14, 2019 9:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রের মেয়ে সাক্ষীর বিবাহকাণ্ডে নতুন টুইস্ট৷ দলিতকে বিয়ে করায় বাবা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি৷ বাধ্য হয়ে বাবার বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সাক্ষী৷ কিন্তু এবার তাঁর বিয়ে নিয়েই তুলে দেওয়া হল প্রশ্ন৷ সাক্ষী জানিয়েছিলেন অজিতেশ কুমারের সঙ্গে রাম জানকী মন্দিরে চারহাত এক হয়েছিল তাঁর৷ কিন্তু সেই মন্দিরের পুরোহিতের গলায় অন্য সুর৷ তাঁর সাফ বক্তব্য, যে বিয়ে নিয়ে এত জলঘোলা, সেই বিয়েই নাকি এখানে হয়নি!

শনিবার ওই মন্দিরের পুরোহিত পরশুরাম দাসকে সাক্ষী ও অজিতেশের বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এই মন্দিরে কোনও বিবাহ সম্পন্ন হয় না৷ সম্প্রতি কোনও বিয়ে হয়ওনি৷” অথচ এই দম্পতির ম্যারেজ সার্টিফিকেটে আচার্য বিশ্বপতি শুক্ল ও রাম জানকী মন্দিরের উল্লেখ রয়েছে৷ কিন্তু পুরোহিতের দাবি, আচার্য শুক্লর সঙ্গে এই মন্দিরের কোনও সম্পর্ক নেই৷ পরশুরাম দাসের কথায়, “এটা ঠিক নয়৷ শুক্লকে এখানে কেউ চেনে না৷ এই মন্দিরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ পুরোটাই ভুয়ো৷ আমি এখানে গত ৪০ বছর ধরে রয়েছি৷ সার্টিফিকেটে আমার তো কোনও স্ট্যাম্প নেই৷” এখানেই শেষ নয়, মন্দিরের আশেপাশের বাসিন্দাদেরও দাবি, বিজেপি বিধায়কের মেয়ে সম্পূর্ণ মিথ্যে বলছেন৷ রাম জানকী মন্দিরে কোনও বিয়ে হয়নি৷ কিন্তু সার্টিফিকেটে জ্বলজ্বল করছে ৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাক্ষী-অজিতেশ৷ তাহলে, কোনটা সত্যি? কোনটাই বা মিথ্যে! নাকি দাপুটে বিধায়কের হুমকিতেই গল্পে নতুন মোড় নিয়েছে? ভয়ে-আতঙ্কে বিয়েই অগ্রাহ্য করছেন এলাকাবাসী? পুরোহিতের এমন বক্তব্য এখন এসব প্রশ্নই তুলে দিচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: চুল-দাড়ি কাটতে চাইছে না মুসলিম নাপিত, জেলাশাসকের দ্বারস্থ দলিতরা]

দলিত হওয়ায় অজিতেশের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল সাক্ষীর পরিবারের৷ বাড়ির অমতে গিয়ে গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে মন্দিরে বিয়ে করেন বিজেপি বিধায়কের কন্যা৷ তারপর থেকেই বিজেপি বিধায়ক বাবা, মেয়ে এবং জামাইকে খুনের হুমকি দিচ্ছেন বলেই অভিযোগ করেন তরুণী৷ এই পরিস্থিতিতে পুলিশি নিরাপত্তার আরজি জানান সাক্ষী৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন৷ মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ তবে বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশকে পাশে পাননি বলে অভিযোগ সাক্ষীর৷ তাই বাধ্য হয়ে নিরাপত্তার দাবিতে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন৷ তারই মাঝে একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি৷ সেখানেও কাঁপা কাঁপা গলায় বাবার বিরুদ্ধে কথা বলেন তিনি৷ তারপরই তিনি জানান, সংবাদমাধ্যমের লাইভ শোয় অভিযোগ করার পর পুলিশ নিরাপত্তা দিয়েছে৷ কিন্তু জীবনে স্বস্তি ফিরতে না ফিরতেই নতুন সমস্যায় পড়লেন সাক্ষী৷

একদিকে পুরোহিত যখন মন্দিরে বিয়ে হওয়ার ঘটনা উড়িয়ে দিয়েছেন, ঠিক তখনই ভোপালের এক পরিবারের অভিযোগ, ২০১৬ সালের জুলাইয়ে তাদের বাড়ির মেয়ের সঙ্গে বাগদান হয়েছিল অজিতেশের৷ ভোপালের এক হোটেলেই হয়েছিল সে অনুষ্ঠান৷ বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছিল৷ সেবছরই ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধার কথা ছিল ওই কাপলের৷ কিন্তু অক্টোবরেই অজিতেশের মা প্রয়াত হন৷ আর তারপরই ওই যুবক এসে জানান, পরিবারের চাপ থাকায় বিয়েতে তিনি আগ্রহী নন৷ তবে এমন পরিস্থিতিতে এই ঘটনার সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন৷ সবমিলিয়ে অনিশ্চয়তার মধ্যেই কাটছে নবদম্পতি সাক্ষী-অজিতেশের জীবন৷

[আরও পড়ুন: ‘মানুষকে বোকা বানানো হচ্ছে’, দলবদলে ক্ষুব্ধ গোয়ার বিজেপি কর্মীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement