Advertisement
Advertisement

Breaking News

স্বয়ং রামও রুখতে পারতেন না ধর্ষণ, কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বিজেপি বিধায়ক

এর আগে উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের পাশে দাঁড়িয়েছিলেন ইনি৷

BJP MLA triggered a controversy by saying that even Lord Ram would not have been able to put an end to the rising rape incidents.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 11:21 am
  • Updated:July 8, 2018 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নিরাপদ নন মহিলারা৷ এবিষয়ে আইএস অধ্যুষিত সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান, পাকিস্তানকেও পিছনে ফেলে দিয়েছে এই দেশ৷ আর ভারতের মধ্যে নারীদের উপরে অত্যাচার বৃদ্ধির নিরিখে উপরের সারিতেই রয়েছে উত্তরপ্রদেশ৷ প্রায় প্রত্যেক দিনই মহিলা বা শিশুদের ধর্ষণ বা খুনের ঘটনায় সংবাদ শিরোনামে থাকে বিজেপি শাসিত এই রাজ্য৷ এমত পরিস্থিতিতে আবারও বেলাগাম ও কুরুচিকর মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং৷ বললেন, ধর্ষণ বন্ধ করার সাধ্য কারও নেই, স্বয়ং ভগবান রামেরও নয়৷ আর এরপরেই চড়েছে বিতর্কের পারদ৷ বিধায়কের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা৷

[রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরী, নিরাপত্তায় বাড়তি নজর প্রশাসনের]

Advertisement

উত্তরপ্রদেশের বাইরিয়া জেলার বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং। রাজ্যে বাড়তে থাকা মহিলাদের উপর অত্যাচারের বিষয়ে শনিবার প্রশ্ন করা হয়েছিল তাঁকে৷ জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে রাজ্যের যোগী সরকার কী পদক্ষেপ নিচ্ছে? উত্তরে বিধায়ক যা বললেন তাতে কার্যত লজ্জাযর মুখে পড়তে হয়েছে বিজেপিকে৷ গেরুয়া শিবিরের এই নেতা নিজের কুরুচিকর বক্তব্যে টেনে আনেন আরাধ্য দেবতা রামকে৷ বলেন, স্বয়ং ভগবান রামও ধর্ষণের ঘটনা বন্ধ করতে পারতেন না। ধর্ষণ একটি প্রাকৃতিক দূষণ। মানুষের কর্তব্য সকলকে পরিবার ও নিজের বোনের মতো করে দেখা৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে দলীয় নেতার এমন মন্তব্যে যথারীতি অস্বস্তিতে পড়েছে ‘রাম ভক্ত’ বিজেপি৷ সুর চড়িয়েছে বিরোধীরাও, সুরেন্দ্র নারায়ণ সিং-য়ের মন্তব্যকে কুরুচিকর ও নিন্দনীয় বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁরা৷

[অবৈধ ফার্মহাউস নির্মাণের অভিযোগ, সলমনকে নোটিস মহারাষ্ট্র বনদপ্তরের]

তবে এই প্রথম নয়, আলটপকা মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন গেরুয়া শিবিরের এই গুণধর মন্ত্রী৷ সম্প্রতি উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কূলদীপ সিং সেনগারের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে৷ জানিয়েছিলেন, স্মার্টফোনের জন্য ধর্ষণের ঘটনা বাড়ছে। কূলদীপ সিং সেনগার এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না৷ এর আগে সরকারি কর্মীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করেও হাওয়া গরম করেছিলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement