সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে মণিপুরে। তবুও নিভছে না অশান্তির আগুন। এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানালেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং।
তাঁর অভিযোগ, মণিপুরে অশান্তি শুরুর ১৫-১৬ মাস পরও শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। রাজকুমার ইমো সিং অমিত শাহকে লেখা চিঠিতে লিখেছেন, ‘মণিপুরে ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মণিপুরে তারা শান্তি ফেরাতে ব্যর্থ। যদি বাহিনী নীরব দর্শক হয়েই থাকে তবে তাদের সরিয়ে দেওয়াই ভালো হবে। নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দেওয়া হোক।’
উল্লেখ্য, মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে আগস্ট মাসেই বড় সাফল্য পেয়েছিল সেরাজ্যের বিজেপি সরকার। জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষই অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছিল বলে মণিপুর সরকারের দাবি। তবে এক জেলার এই শান্তিপ্রক্রিয়া অন্য জেলায় কোনও দাগ কাটতে পারেনি। রবিবার কাংপোকপি জেলার নাখুজাং গ্রামে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর জখম হয় তাঁর ১২ বছরের কন্যাও।
তার পর থেকেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কোন তরফ গুলির লড়াই শুরু করেছে, সেই নিয়ে একে অপরকে দোষারোপ করছে কুকি-মেতেইরা। মেতেইদের দাবি, কুকি জঙ্গিরা প্রথমে গুলি চালিয়েছে। পালটা কুকিদের দাবি, কুকি গ্রাম লক্ষ্য করে মেতেইরা আক্রমণ শুরু করেছে। ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.