Advertisement
Advertisement
Maneka Gandhi

মানেকা গান্ধীকে ‘নিকৃষ্ট মহিলা’ বললেন বিজেপিরই বিধায়ক, বিতর্ক তুঙ্গে

‘আমি লজ্জিত উনি আমার দলের সাংসদ’, কটাক্ষ ওই বিধায়কের।

BJP MLA calls Maneka Gandhi 'contemptible woman' over alleged abusive call to vet | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 27, 2021 5:02 pm
  • Updated:June 27, 2021 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পশু চিকিৎসকের সঙ্গে বিজেপি (BJP) সাংসদ মানেকা গান্ধীর (Maneka Gandhi) কথোপকথনের অডিওকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক। এবার তাঁর দলেরই এক বিধায়ক মানেকাকে ‘নিকৃষ্ট মহিলা’ বলে কটাক্ষ করলেন। টুইটারে তিনি এই ভাষায় মানেকাকে আক্রমণ করেছেন। সরাসরি জানিয়েছেন, তিনি লজ্জিত মানে তাঁদের দলের সাংসদ। তাঁর এই টুইট ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

তাঁর পোস্টে ঠিক কী লিখেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি বিধায়ক অজয় বিষ্ণোই? শনিবার তাঁকে টুইটারে লিখতে দেখা যায়, ‘‘পশু চিকিৎসক বিকাশ শর্মার সঙ্গে কথা বলার সময় বিজেপি সাংসদ মানেকা গান্ধী যে ধরনের শব্দ ব‍্যবহার করেছেন তাতে জব্বলপুরের ভেটেরিনারি কলেজ খারাপ এটা প্রমাণ হয়নি। কিন্তু উনি কত নিকৃষ্টএকজন মহিলা, তা প্রমাণ হয়ে গিয়েছে। আমি লজ্জিত উনি আমার দলের সাংসদ (নেত্রী নন)।’’

Advertisement

[আরও পড়ুন: Jammu Explosion: ভারতীয় সেনা ঘাঁটিতে ‘হামলা’র জন্য ড্রোনকেই কেন হাতিয়ার করল জঙ্গিরা?]

ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক? সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই অডিওয় মানেকা গান্ধীকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক পশু চিকিৎসকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ওই কথোপকথন গত ১৭ জুনের। একটি কুকুরের অস্ত্রোপচার নিয়েই সমস্যার সূত্রপাত। মানেকার অভিযোগ ছিল, ওই চিকিৎসক ঠিকমতো অস্ত্রোপচার করেননি। তিনি কার্যত হুমকির সুরে বলেন, ‘‘যদি কুকুরটা মারা যায়, আমি আপনার ল‌াইসেন্স বাতিল করিয়ে দেব।’’ এখানেই শেষ নয়, রীতিমতো ভর্ৎসনা করে মানেকাকে বলতে শোনা যায়, ‘‘আপনার বাবা ‌কী করতেন? বাগানের মালি ছিলেন নাকি নিরাপত্তারক্ষী? আপনি আদৌ শিক্ষিত?’’ অন্য একটি ক্লিপে তিনি ওই পশু চিকিৎসকের ক্লিনিক বন্ধ করিয়ে দেওয়ারও হুমকি দেন।

প্রসঙ্গত, মানেকা গান্ধীর ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের বহু পশু চিকিৎসক। গত বুধবার তাঁর আচরণের প্রতিবাদ করে ‘কালো দিন’ও পালন করা হয় দেশজুড়ে। ‘ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন’ মানেকা গান্ধীর এমন আচরণকে ‘অসাংবিধানিক’ বলে তোপ দেগে চিঠি ‌লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার স্পিকার ওম বিড়লাকে। যদিও এখনও পর্যন্ত মানেকা এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি আপলোড তরুণীর, তারপর…]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement