Advertisement
Advertisement

Breaking News

বীর সাভারকর

সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব, বিতর্কে মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইস্তেহার

এবার ভগবানই দেশকে রক্ষা করতে পারেন, কটাক্ষ কংগ্রেসের।

BJP Maharashtra election manifesto vows Bharat Ratna to Savarkar
Published by: Subhamay Mandal
  • Posted:October 16, 2019 1:40 pm
  • Updated:October 16, 2019 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের শিরোনামে বীর সাভারকর। চলতি মাসেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেটাকে মাথায় রেখেই নির্বাচনী ইস্তেহারে চমক দিতে বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব বিজেপির। ফের ক্ষমতায় এলে সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। দেবেন্দ্র ফড়ণবিসদের এই প্রস্তাবেই নয়া বিতর্কের সূত্রপাত মারাঠা ভূমে। যার কেন্দ্রবিন্দু ফের একবার বীর সাভারকর।

[আরও পড়ুন: আজই শেষ হতে চলেছে অযোধ্যা বিবাদ মামলার শুনানি]

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে। মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে মহারাষ্ট্র বিজেপি। আর সেখানেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে। একইসঙ্গে ক্ষমতায় এলে জ্যোতিবা ফুলে ও সাবিত্রীবাঈ ফুলেকেও ভারতরত্ন দেওয়ার প্রস্তা দেওয়া হবে বলে ইস্তেহারে রয়েছে। রাজ্যে এক কোটি কর্মসংস্থান, ২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি প্রকল্প-সহ প্রতিশ্রুতির বন্যা রয়েছে ইস্তেহারে। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস-সহ একাধিক নেতার উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: জিজ্ঞাসাবাদের পরই তিহার জেল থেকে চিদাম্বরমকে গ্রেপ্তার করল ইডি]

বরাবরই বিতর্কে বীর সাভারকর। তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার প্রস্তাব ঘিরে বিতর্কের পারদ আরও চড়েছে। সেলুলার জেলে কারবান্দি থাকাকালীন ব্রিটিশরাজের কাছে ক্ষমাভিক্ষা চেয়েছিলেন সাভারকর। গান্ধীহত্যাতেও নাম জড়িয়েছিল হিন্দু মহাসভার এই সদস্যের। পরে অবশ্য উপযুক্ত প্রমাণাভাবে মুক্তি পান তিনি। বিজেপির ইস্তেহারকে কটাক্ষ করে তোপ দেগেছে কংগ্রেস। মুখপাত্র মণীশ তিওয়ারির কটাক্ষ, ‘মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে সাভারকরকে ভারতরত্ন দিতে চায় বিজেপি। এরপর তো একমাত্র ভগবানই দেশকে রক্ষা করতে পারেন।’ সুর চড়িয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘সেইদিন বেশি দূরে নেই, যখন বিজেপি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকেও ভারতরত্ন দেওয়ার দাবি করবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement