সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ এই উত্তেজনায় বাড়তি ঘৃতাহুতি করলেন কেন্দ্রী সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি৷ একটি মারাঠি রিয়্যালিটি শো’তে প্রকাশ্যেই বললেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার৷ এখন সেই প্রতিশ্রুতির কথা কেউ মনে করালে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যাওয়া ছাড়া তাঁদের কোনও উপায় নেই৷ প্রধানমন্ত্রী মোদির কোর কমিটির অন্যতম সদস্যের এই আলটপকা মন্তব্যকে কার্যত লুফে নিয়েছে বিরোধী কংগ্রেস৷ কটাক্ষ ও সমালোচনায় বিজেপিকে বিদ্ধ করার কোনও সুযোগ ছাড়তে নারাজ রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷’
[ভারতে প্রথমবার, করোটির সফল প্রতিস্থাপন করে ইতিহাস গড়লেন চিকিৎসকরা]
জানা গিয়েছে, সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের মারাঠি রিয়্যালিটি শো’তে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি৷ সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ বলিউড অভিনেতা নানা পাটেকরও৷ ওই শো’তেই দলের বিরুদ্ধে মুখ খুলে বা আলটপকা মন্তব্য করে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি বলেন, ”২০১৪-তে আমরা কেন্দ্রের ক্ষমতায় আসব, তা ভাবতেই পারিনি৷ সেই কারণেই বড়বড় প্রতিশ্রুতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে….৷ তবে এখন আমরা ক্ষমতায় রয়েছি৷ মানুষ আমাদের এখন সেই প্রতিশ্রুতিগুলি মনে করাচ্ছে৷ তবে, আমরা সেগুলি শুনি এবং মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যাই৷”
[হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল]
মোদির টিমের গুরুত্বপূর্ণ সদস্যের মুখ থেকে এই বিতর্কিত কথা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কার্যত তা লুফে নিয়েছে কংগ্রেস৷ গড়কড়ির মন্তব্যের ভিডিও টুইট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মিথ্যের উপর ভিত্তি করেই বিজেপি দেশ শাসন করছে বলে গেরুয়া শিবিরকে বিদ্ধ করেন তিনি৷ এনডিএ-র সমালোচনায় মুখর হয়েছে অন্যান্য বিরোধীরাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.