বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি হিংসায় মদত দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বিজেপি। সোমবার দলের তরফে কমিশনে নালিশ জানাতে যান অশ্বিনী বৈষ্ণব, অনিল বালুনি ও ওম পাঠক। তাঁদের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপির মহিলা কার্যকর্তাদের ওপর আক্রমণ করছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বিজেপির প্রতিনিধি দলের দাবি, বাংলার মুখ্যমন্ত্রী নিজে মহিলা, অথচ মহিলাদের ওপর আক্রমণের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। সেইসঙ্গে রাম নবমীর আগে থেকেই রাজ্যে দাঙ্গা হবে আশঙ্কা প্রকাশ করে বিভাজনের রাজনীতি করছেন। তাঁর বক্তব্যের কারনেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান বিজেপির প্রতিনিধিরা।
দেশজুড়ে ভোটের ঘণ্টা বেজেছে। নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে। এমন সময় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল। সরকারি স্কুলে পড়ুয়াদের খাতা দেয় শিক্ষাদপ্তর। সরকারি স্কুলে যে সমস্ত খাতা দেওয়া হচ্ছে তাতে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। বিজেপির দাবি, খাতায় এই ছবি আদতে রাজ্য সরকারের বিজ্ঞাপনের কাজ করছে। অথচ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যা নিষিদ্ধ। এই যুক্তি তুলে ধরে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। ওই খাতা থেকে মমতার ছবি সরানোর দাবি জানায় তাঁরা। তার আগে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.